প্রফ ভাইবা টেবিল এ আমরা ঘেমে যাই কেন !!
Mediverse Blog
Catagories:
Academic articles,
PHYSIOLOGY
Effect of Autonomic Nervous System যেটা Anatomy, Physiology even Pharmacology তেও আছে & সবসময়ই লাগে।
Sympathetic & Parasympathetic action গুলো আমরা বারবার গুলায় ফেলি।আমরা কিছু important organ এর কাজ একটু সহজভাবে মনে রাখতে পারি।আমরা জানি যে, Sympathetic action গুলো কোনো একটা stimulation পাওয়ার পরে ঘটে।
ধরুন,আপনি কলেজ ছুটি হওয়ার পর হেঁটে হেঁটে বাসায় ফিরছেন,রাস্তায় আপনাকে কয়েকটা পাগলা কুকুর ধাওয়া করছে।আপনি ভয় (fear is a stimulation) পেয়ে দৌড় শুরু করলেন।তাহলে এখন কি কি ঘটছে আপনার সাথে?
- Heart: আপনি দেখলেন আপনার বুকটা অনেক বেশি ধুকপুক ধুকপুক করছে মানে Heart rate ( ↑ ) বেড়ে গেছে,যার জন্য Force of contraction ও বেড়ে গেছে।
হার্ট ঐ সময় যেহেতু বেশি বেশি কাজ করছে তাই হার্টের নিজের কাজ করার জন্য বেশি Circulation প্রয়োজন,তাই Coronary artery dilate করবে।
2. Eye: আপনি ভয় পেয়ে একটা পিলারের পাশে লুকায় গেলেন।তারপর চোখ গুলো বড় বড় করে দূরে থেকে দেখছেন কুকুরগুলো কতদূরে।চোখ বড় বড় করে দেখা মানে Pupil dilatation হলো।আর দূরে দেখতেছেন মানে Ciliary muscle relax for far vision.
3. Glandular Secretion : ভয়ে আপনার জিহ্বা,গলা সব শুকিয়ে যাচ্ছে মানে সব glandular secretion কমে যাচ্ছে।
কিন্তু আপনি ঘেমে যাচ্ছেন মানে Secretion of the sweat gland increased. এই জন্যই আমরা ভাইভা টেবিল এ ঘামিয়ে যাই
4. GIT: ভয় পেলে ঐ সময় আপনি পালানোর পথ খুঁজবেন।আপনার ক্ষুধা লাগলেও খাওয়ার কথা মাথায় থাকবে না।কোনো খাবার stomach এ যাবে না মানে peristalsis ও কমে যাবে।যেহেতু পেটে খাবার যাচ্ছে না,তাহলে sphincter গুলোর relaxation এরও দরকার নাই।কেননা sphincter relax করে food content গুলোকে সামনে দিকে allow করে। So, sphincter contract করবে।
5.Lung: ভয় পেয়ে আপনি জোরে জোরে শ্বাসপ্রশ্বাস নিচ্ছেন। আপনার বেশি বাতাসের প্রয়োজন হচ্ছে।তখন আপনার bronchus এর লুৃমেন বড় হচ্ছে মানে bronchial muscle relaxation হচ্ছে।
Bronchial secretion কমে যাবে। [আগেই বলেছি সব secretion কমে যাবে except sweat gland ]
আর উপরের কাজগুলোর উল্টো কাজগুলোই হচ্ছে Parasympathetic Action.
Writer :-
জুলেখা রেজওয়ানা জ্যোতি
Edited By –
Muhammad Nahid Hassan
BAMC, Session- 2019-2020
Blog Executive, MediVerse
Stay Connected With MediVerse
Share this blog to social media:
Tags:
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts