featured-image

Dose Of Pregabalin !!

Mediverse Blog

Catagories:

GP,

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Pregabalin হচ্ছে Neuropathic pain এর খুব পরিচিত একটা মেডিসিন। Low back pain due to nerve root compression, এ এইটার ব্যবহার অনেক। তবে সমস্যা হচ্ছে এইটা খেলে পরে অনেক dizziness, drowsiness হয়,

তা ছাড়া এইটার Maximum dose 600 পর্যন্ত,

25 mg দিয়ে দিনে একবার করে শুরু করে বাড়তে বাড়তে Pregaba 75 mg
1+0+1 পর্যন্ত গেলে pain কিছুটা কমে,

  • তবে এইটা অসহনীয় মাথা ঘুরায়,

দিনের বেলায় মাথা ঘুরালে তো কাজে কর্মে ব্যাপক সমস্যা, এইটা দিনে ২ বার নেওয়া লাগে, এই মাথা ঘোরানোর side effect থেকে বাচার জন্য এখন মার্কেটে এইটার ER form বানানো হয়েছে,

অর্থাৎ Extended releasing formula,

Slowly release হবে, Dimerol MR এর মত আর কি, Side Effect অনেকখানি কমে যাবে,

যেমন, কেউ Pregaba 25 mg BD দিয়ে তার pain পরিপূর্ণ কমতেছেনা, আপনি চাচ্ছেন pregabalin 75 দিতে,

তাহলে কি করবেন?

Pregabalin 25 mg
1+0+2 এইভাবে দিলেন,

কিন্ত এইভাবে দিলে আদৌ কোনো কাজ হবে বলে মনে হয়না,

তাই 25 mg BD তে কাজ না হলে এখন সরাসরি 50 mg BD দেওয়া হয়, এখন pain কমতেছে, কিন্ত অনেক বেশি dizziness, drowsiness হচ্ছে.

তাহলে কি করনীয়?

আপনি এখন যা করবেন, সেটা হচ্ছে ER form এ দিবেন,

ER form এ
pregabalin 75 mg = Pregabalin ER 82.5 mg

কাউকে আপনি দিনে 75 mg দিতে চাইলে আপনি লিখুন-

Tab- PG -CR 82.5 mg
প্রতিদিন রাতে একবার

কাউকে pregabalin 75 mg BD দিতে চাচ্ছেন, তাহলে এই দুই বেলার ঝামেলা না করে আপনি লিখুন-

Tab- PG CR 165 mg
0+0+1

অর্থাৎ কেবল রাতে একবার দিলেই হবে.

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Dose

Er form

Ismail Azhari

PG CR

Pregaba

Pregabalin

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo