featured-image

নবজাতকের মাকে Breast Feeding এর ব্যাপারে কি পরামর্শ দিবেন !!

Mediverse Blog

Catagories:

GP,

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

২৬ বছরের মহিলা, নবজাতকের মা- সমস্যা হচ্ছে– বাচ্চাকে Breast Feeding এর পরে Crackled nipple, pain.. Fissuringতাকে কি পরামর্শ দিবেন?

Lactating mother দের Breast থেকে দুই ধরনের milk আসে–

  • Foremilk.
  • Hind milk.

Foremilk: বাচ্চা দুধ পান শুরু করলে প্রথম high water content যে দুধ আসে, তথা অপেক্ষাকৃত বেশি Liquid, এইটাকে foremilk বলে, এখানে Fat content কিছুটা কম থাকে

Hindmilk–
বাচ্চা sucking continue করলে একটু গাড় প্রকৃতির milk আসে, যেটা এক এক মায়ের এক একটা নির্দিষ্ট সময় লাগে, কারো ক্ষেত্রে ৫-৭ মিনিট, কারো ক্ষেত্রে ১০-১৫ মিনিট, এইটা মায়েরা বুঝতে পারে—
এখানে Fat content বেশি থাকে- ক্যালরি বেশি থাকে— দুধ অপেক্ষাকৃত ঘন প্রকৃতির হয়—
এইটাকে hind milk বলে

অনেক lactating mother দের বাচ্চাকে দুধ খাওয়ানোর Position ঠিক না হওয়ায় কিংবা অনেক সময় নানাবিধ কারণে Nipples এ fissure হয়, লজ্জায় অনেকে কাউকে শেয়ার করেনা, অনেকে শেয়ার করে, But এইটা অনেক Painful হয়— এইসব ক্ষেত্রে Hindmilk চিকিৎসা হিসাবে ব্যবহার হয়-

Nipple fissure

যাদের এইসমস্যা আছে, তার বাচ্চাকে Breast Feeding করানোর পরে একটু hind milk, Nipple এর fissure area অথবা cracked area তে লাগিয়ে দিবে– এতে করে cracked হওয়া থেকে রক্ষা পাবে..

Edited By : Nahid Hassan

Share this blog to social media:

Tags:

Breast Feeding

cracked

fissure

hind milk

Nipple

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo