DPP-4 inhibitor এর মধ্যে ৩ টা Drugs সবচেয়ে Common.
Mediverse Blog
Catagories:
GP,
Mufti Dr. Ismail Azhari
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
DPP-4 inhibitor এর মধ্যে ৩ টা Drugs সবচেয়ে Common.
- Vildagliptin (50 mg 100 mg)
- Sitagliptin (25. 50. 100 mg)
- Linagliptin (2.5 mg 5 mg)
এই তিনটাই euglycemic drug, তিনটাই Metformin এর সাথে Combination হয়ে ব্যবহার হয়, OD or BD dose এ।
এখানে Blood sugar lowering capacity কোনটার কেমন?
Biomedical central ২০১৫ সালে একটা research based study করেছে তিনটা ড্রাগসের উপর, সেখানে Meta analysis করা হয়েছে প্রায় সাড়ে ৫০০ Patient এর উপর
ফলাফল ঃ
Vildagliptin ব্যবহারের ফলে RBS control হয়ে, HbA1c ১.৪% কমে, তথা 2 mmol/L কমেছে,
Sitagliptin দিয়ে HbA1C কমেছে ০.৮৪ % , Linagliptin দিয়ে ০.৮১ %. তাহলে দেখা যাচ্ছে, Linagliptin and Sitagliptin has nearly Equal efficacy.. তবে Sita is better than Lina.
আর সবচেয়ে High Efficacy হচ্ছে Vildagliptin.
Vildagliptin >>Sitagliptin >Linagliptin.
এবার আসি, Metformin এর সাথে Combination কি কি নামে পাওয়া যায় বাজারে,,,
- Vildagliptin 50 mg and 100 mg রয়েছে,
- Vildagliptin 50 + Metformin 500
(vildamet 50/500) অথবা (Glavus-Met) দুইটাই ভালো কোম্পানি, একটা ট্যাবলেট ২২ টাকা করে।
- Sitagliptin 50/Metformin 500
- (Glipita M (50/500)
- একটা ১৪ টাকা।
- Linagliptin 2.5 mg ও 5 mg হিসাবে পাওয়া যায়,
- Combination :
- Linagliptin 2.5 +Metformin 500
- Linatab M .. 2.5/500 mg
- দাম ১২ টাকা করে।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
DPP-4 inhibitor
Linagliptin
Metformin
Sitagliptin
Vildagliptin
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts