featured-image

What Is Growing Pain ??

Mediverse Blog

Catagories:

Pedi Series By Mufti Dr. Ismail Azhari.

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

দিদার তার ৩ বছরের বাচ্চা নিয়ে আসছে চেম্বারে — বাবুকে জিজ্ঞাসা করলাম সমস্যা কি? বললো, হাঁটলে পায়ে ব্যাথা করে,, what is your diagnosis and Treatment?

Diagnosis — Growing pain

বাচ্চাদের ২ বছর থেকে ৫ বছর সময় Growth অন্য সময়ের তুলনায় বেশি হয়, এই সময় Bones গুলি Mineralization হয়, Bones mineralization এর জন্য দরকার ক্যালসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় দুধের মধ্যে,

২ বছর পর বাচ্চাদের দুধ বন্ধ করা হয়, তখন গরুর দুধ ও না খেলে বাচ্চাদের ক্যালসিয়াম পূর্ণতা পায়না,

আবার যদি Proper sun exposure না হয়, তাহলে ভিটামিন ডি এর ঘাটতি থাকে

তাই Vitamin D deficiency এর কারণেও ক্যালসিয়াম absorption কম হয়, Bones mineralization এ সমস্যা হয়, তখন বাচ্চারা হাঁটা চলা করলে পায়ে ব্যাথা, এমনকি হাতে ব্যাথা, সারা শরীর ব্যাথার complain ও করতে পারে

তখন করনীয় কি?

  • তাদের কে ভিটামিন ডি Supplementary দেওয়া + ক্যালসিয়াম Supplementary দেওয়া–

Dose কেমন হবে?

  • Vitamin D 600 IU /day
  • Syrup : Defrol / Osteo-D
Osteo-D Pediatric Drops - ePharma
  • এক চামচ =5 ml =1000 IU
  • 5 ml এ যেহেতু 1000 IU থাকে,
  • 1 ml = 1000÷5 =200 IU

আবার এখন মার্কেটে high concentration এর syrup – Defrol OS (2000 IU) /ml পাওয়া যায়, অর্থাৎ 1 ml বা ১৫ ফোটার মধ্যে 2000 IU থাকে, প্রতি এক ফোটা =133 mg

এই হিসাবে ৫ ফোটা করে দিলে হবে প্রতিদিন

এক বছর থেকে ১৮ বছর পর্যন্ত ডোজ হচ্ছে 600 IU=3 ml

তাহলে Prescription এ কি লিখবেন?

  • Syrup: Defrol
  • 3 ml once daily for 3 month
  • Or 2/3rd TSF once daily

Tab- Calbo JR

  • একটা করে চুষে খাবে (৩ মাস)
  • অথবা এক গ্লাস করে দুধ খাওয়াতে বলবেন।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

bones mineralization

Defrol

Growing Pain

Ismail Azhari

Osteo-D

vitamin d

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo