featured-image

বাচ্চার খিচুনী সাথে জ্বর কী Diagnosis করবেন ?

Mediverse Blog

Catagories:

Pedi Series By Mufti Dr. Ismail Azhari.

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

সানজু, বয়স ১১ মাস, তার মা তাকে চেম্বারে নিয়ে আসলো,
পরিবারের সবাই কান্নাকাটি করছে, জিজ্ঞাস করলাম, মা কি হয়েছে? বললো, স্যার, আমার বাবুর গত কাল জ্বর উঠেছিলো৷ আজ সকালে হঠাৎ দেখি, সে চোখ মুখ উলটিয়ে কেমন করে বড় বড় চোখে তকিয়ে আছে, আর তার হাত পা গুলি বাঁকা করে ফেলছে,
পুরো শরীর মনে হচ্ছে বাঁকা করে ফেলছে, তার চোখ দেখেই আমাদের ভয় লেগে গেছে, স্যার এইটা আমার প্রথম বাচ্চা, বাচ্চা টাকে চিকিৎসা করেন।

  • আমি প্রশ্ন করলাম- আপনাদের বংশে কারো খিচুনি রোগ আছে?
  • সানজুর আম্মু বললো, না, আমাদের কারো এই সমস্যা নাই,
  • আমি আবার প্রশ্ন করলাম, এইরকম আর কখনো হয়েছিলো?
  • উত্তর দিলো, না, এইরকম আর কখনো হয়নি-

এখন আপনাকে এই সিনারিওতে Management দিতে হবে, Emergency manegment, and prophylactic Manegment.

Diagnosis কি?

উত্তর- এইটার Diagnosis হচ্ছে : Febrile seizure /Febrile convulsion.

  • Febrile seizure কাকে বলে?

উত্তর- বাচ্চাদের জ্বর উঠলে জ্বর পরবর্তী যে convulsion বা খিচুনি হয়, তাকে Febrile convulsion বলে… ( Conclusion হচ্ছে ব্রেইনের Electrical Discharge এর সমস্যার কারণে sudden irregular violant movement of the body )

  • Febrile seizure কাদের হয়?

উত্তর ৬ মাস থেকে ৫ বছরের বাচ্চাদের হয়, ৫ বছরের পরেও হতে পারে, যথা আমি চেম্বারে ৭ বছর ৮ বছরের রোগীও পেয়েছি যাদের febril convulsion হয়েছে

  • Febrile convulsion এর কারণ কি?

বাচ্চাদের ভাইরাস জ্বরের কারণে যখন শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, তখন ব্রেইনের Electrical Discharge অস্বাভাবিক হয়ে যায়, এবং convulsion হয়, সাধারণত ১০২ ডিগ্রির উপরে গেলেই convulsion দেখা দেয়,
তবে কিছু কিছু ক্ষেত্রে ১০১ ডিগ্রি জ্বরেও খিচুনি হতে পারে,,,

  • যে কোনো ভাইরাস জ্বরে তাপমাত্রা ১০২ থেকে ১০৫ হতে পারে, তাই যে কোনো ভাইরাস জ্বরের সময় convusion হতে পারে।

convulsion এর high risk individual কারা, তা নির্ণয় করা যায়না, তবে যাদের History আছে, তারা Risk Zone আছে ।

উপসর্গ কি?

  • ১. জ্বর পরবর্তী Convulsion থাকবে,
  • ২. Convulsion এর সময় সীমা হবে সর্বোচ্চ ৫-১০ মিনিট, ৯০% ক্ষেত্রে এইটা ৫ মিনিট থেকে কম হবে। এবং দৈনিক ১ বারের বেশি febrile conclusion হয়না। যদি ১৫ মিনিটের বেশি হয়, তাকে Refer করে দিবেন
  • ৩. খিচুনি শরীরের নির্দিষ্ট অঙ্গের সাথে সমপৃক্ত থাকবেনা, Generalised tonic clonic বা পুরো শরীর জুড়ে হবে।
  • ৪. ভাইরাস জ্বরের History থাকবে, ( যে জ্বরে সর্দি কাশি থাকে, তা সাধারণত ভাইরাস দিয়ে হয়ে থাকে)
  • ৫. তাপমাত্রা ১০২ ডিগ্রির উপরে গেলে খিচুনি শুরু হতে পারে, Convulsion এর উপসর্গ-
  1. হঠাৎ করে হাত পা কম্পন শুরু হবে।
  • ৭. মনে হবে, বাচ্চা সারা শরির ভাঁজ করে ফেলতেছে,
  • ৮. চোখ বড় বড় করে ফেলবে, তাকালে একটু ভয় লাগবে, (গ্রাম গঞ্জে জ্বীন ভূতে ধরছে বলবে)
  • ৯. মুখের লালা ছেড়ে দিতে পারে,
  • ১০. জামা কাপড় ময়লা করে ফেলবে
  • আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, যথা low grade fever, Cough, runny nose, loose motion Etc.

আপনার পরীক্ষা নীরিক্ষা –

এইসব Febrile Convulsion History শুনে clinically diagnosis করা যায়, তবে
শুধু মাত্র সাধারণ ভাইরাস জ্বরের কারণে যেভাবে convulsion হয়, MeningitisEncephalitis এর কারণেও convulsion হতে পারে, সেখানেও জ্বর থাকবে, convulsion থাকবে, তাই Meningitis + Encephalitis exclude করতে হবে।

Meningitis হলে বাচ্চার Neck rigidity থাকবে, তথা Neck movement করতে পারবেনা,

  • আর Encephalitis থাকলে Unconscious হয়ে যাবে, তাই ভালোভাবে Meningitis +Encephalitis Exclude করে নিতে হবে।

Management :

আপনাকে প্রথমে Emergency Management দিতে হবে, সাথে ভবিষ্যতে যেনো Recurrence না হয়, সেই জন্য Councelling করতে হবে কিছু।

Emergency Management :
এইরকম খিচুনি নিয়ে আসলে সর্বপ্রথম একটা Pre rectal diazepam দিবেন

  • Per rectal diazepam এর ডোজ :
  • 0.5mg/kg

কিভাবে দিবেন?
বাজারে sedil নামে পাওয়া যায়,
2 ml এর একটা ampule এ 10 mg থাকে।

এখন সানজুর ওজন ১০ কেজি,
সে কতটুকু পাবে?

  • সানজুর ওজন যেহেতু ১০ কেজি,
  • সে পাবে 10*0.5 mg = 5mg

2 ml এর ampule এ থাকে 10 mg তাহলে 1 ml =5 mg
সানজু যেহেতু 5 mg পাবে, তাই 1 ml দিলেই হবে,
যেহেতু per rectally দিবে, তাই 1 ml diazepam এর সাথে
2-3 ml N/S মিশিয়ে নিবে, তখন দিতে সহজ হবে।

সুতরাং বুঝা গেলো, 10 kg তে 1 ml করে পাবে,

  • * তার মানে প্রতি কেজিতে 0.1 ml করে পাবে** Injection ফর্মের এই হিসাব কখনো ভুলবেন না।

10 kg তে 1 ml পেলে ১২ কেজিতে কতটুকু দিবেন?
1.2 ml

5 kg হলে কতটুকু দিবেন?
inj: Sedil 0.5 ml +2 ml N/S Per rectally…

8 kg হলে কতটুকু দিবেন Loading Dose,

Inj: Sedil 10 mg/2 ml

0.8 ml + 2 ml N/S and per-rectally…

তাহলে Loading Dose বুঝতে পারলেন,,

Diazepam দিয়েই ৯৮% রোগীর convulsion control হয়ে যায়, তবে কারো ক্ষেত্রে phenobarbitone লাগতে পারে,

Anti-convulsant দেওয়ার পরে জ্বর বেশি থাকলে Napa suppository দিয়ে দিবেন, suppository ডোজের আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে..

আপনি Diazepam দেওয়ার পর খিচুনি বন্ধ হবে ঠিক আছে, কিন্ত আপনি তাকে কিছু বিষয় Councelling করতে হবে, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবার খিচুনি হতে পারে, তাই যা করা দরকার… তাই per rectal diazepam দেওয়ার পরেও দৈনিক 0.5 mg/kg/day হিসাব করে Oral tablet দিয়ে দিবেন,

Tab.. Sedil 5 mg
1/3 + 1/3+ 1/3 (১৪ দিন)

সাথে যেই বিষয় গুলি Councelling করবেন :

1 – কোন বাচ্চার যদি একবার Febrile conclusion হয়, তাহলে তার ৬ বছর পর্যন্ত যে কোনো সময় জ্বর আসলেই convulsion হতে পারে, এই বিষয় টা বাচ্চার বাবা মা কে ভালোভাবে কাউন্সেলিং করে দিতে হবে, ৬ বছরের পর এইটা ভালো হয়ে যায়

2 – যেহেতু জ্বর আসলেই খিচুনি হতে পারে, তাই বাচ্চার অভিভাবক কে বলবেন, আপনাকে সব সময় খিচুনির ঔষধ সাথে রাখতে হবে, অর্থাৎ prophylactic চিকিৎসার বিষয় ভালো ভাবে বুঝিয়ে দিতে হবে

3 – Patient Party কে বলবেন,
আমি আপনাকে দুইটা ঔষধ দেবো, আপনার বাচ্চার সর্দি কাশি দেখলেই কিংবা গায়ে গায়ে জ্বর দেখলেই এইগুলি খাওয়াবেন

Tab- Paracetamol 15 mg/kg
১০ কেজি ওজন হলে syrup Napa দেড় চামচ করে দিনে ৪ বার,

জ্বর ১০১ ডিগ্রির বেশি গেলে Napa suppository.

আর খিচুনি প্রতিরোধী ঔষধ সবসময় আপনার সাথে রাখবেন, এমন কি কোথাও বেড়াতে গেলেও সাথে রাখবেন।

Dose : 0.5 mg/kg in 3 divided dose..

ধরুন বাচ্চার ওজন ১০ কেজি,
তাহলে তার যখনি জ্বর আসবে, তার prophylaxis হিসাবে

Tab Sedil 5 mg

1/3+1/3+ 1/3.. জ্বরের শুরুর দিন থেকে কিংবা নাকে পানি দেখলেই শুরু করবেন, জ্বর যতদিন থাকে ততদিন..
জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও ২-৩ দিন খাওয়াবেন, কারণ ভাইরাস জ্বরের ক্ষেত্রে দেখা যায়, ৫ম বা ৭ম দিন জ্বর ভালো হয়ে গিয়ে আবার ২-১ দিন পর জ্বর দেখা দেয়, তাই ঔষধ সাধারণত ৭-১০ দিন Continue করবে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Convulsion

Diazepam

Febrile seizure

Fever

Ismail Azhari

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo