বাচ্চার মুখে Yellow crusty lesion, Diagnosis কী ??
Mediverse Blog
Catagories:
Pedi Series By Mufti Dr. Ismail Azhari.
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
রাফিদা ২ বছর বয়সের বাচ্চা, ওজন ১০ কেজি- তার মা তাকে নিয়ে আসছে চেম্বারে, তার মুখে নিম্নের ছবির মত Yellow crusty lesion,
অনেক চুলকায়, চিকিৎসা কি?
এইটার Diagnosis হচ্ছে Impetigo, বাচ্চাদের ক্ষেত্রে most common একটা Bacterial Infection, staphylococcus aureus and streptococcus pyogen দিয়ে হয়ে থাকে এই Infection –
জ্বর থাকতে পারে, সাথে ঠোঁটের আশেপাশে vesicular rash দেখা দেয়, ২৪-৪৮ ঘন্টার মধ্যে Vesicle গুলি Rupture হয়ে Crusty lesion হয়ে যায়, দেখতে হলদে dried honey like appearance, অর্থাৎ শুকনো মধুর মত দেখা যায়-
এই রোগ অনেক বেশি Contagious, মুখের থেকে শরীরের দিকে, scalp, chest, trunk, hand, Finger Involved হতে পারে, পরিবারে অন্য ছোট বাচ্চা থাকলে তাদের মধ্যেও Transmit হতে পারে,
Impetigo সাধারণত বাচ্চাদের বেশি হয়৷ adult দের ক্ষেত্রে খুব একটা দেখা যায়না-
কিছু বাচ্চাদের impetigo lesions গুলি Bullous formation করে, তখন তাকে Bullous impetigo বলা হয়-
চিকিৎসা –
- জ্বরের জন্য Paracetamol,
- Syrup: Napa
- ১০ কেজি ওজনের জন্য দেড় চামচ দিনে ৩ বার
- Antihistamine – Syrup: Deslor (Desloratadine)
- ১০ কেজিরে আধা চামচ দিনে ১ বার
- Topical Antibiotics cream: Bactrocin
- আক্রান্ত স্থানে দিনে ২ বার (৭ দিন)
- যদি Severe impetigo হয়, তাহলে Oral antibiotics লাগতে পারে–
- syrup : Flucloxacillin ( Fluclox DS)
- ১০ কেজিতে ১ চামচ করে দিনে ৪ বার
চিকিৎসা নিলে ৭ দিনেই এই রোগ ভালো হয়ে যায়-
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Bullous
Contagious
Deslor
Impetigo
Ismail Azhari
Yellow crusty lesion
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts