featured-image

Pediatric Dose Of Kitotifen..

Mediverse Blog

Catagories:

Pedi Series By Mufti Dr. Ismail Azhari.

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Pediatric Series – 3

রাফি, বয়স ৭ মাস, ওজন ১০ কেজি, ২ দিন থেকে নাক দিয়ে অনবরত পানি পড়ছে, সাথে হালকা কাশি আছে৷ জ্বর নাই। No familial H/O Asthma,
তার জন্য একটা TREATMENT লিখুন..

DIagnosis :

Flu or influenza or Allergy or Common cold এর কারণে এমন Runny Nose হতে পারে,

আমাদের Treatment Plan হবে Anti Histamin + Mast cell stabilizer + bronchodilator ( if has SOB then To reduce cough) + nasal drop.

২ বছরের নিচের বাচ্চাদের Runny Nose এর জন্য যদি কোনো Anti Histamin চয়েজ করা লাগে, সেই ক্ষেত্রে সরাসরি Anti Histamin নে না গিয়ে Mast cell stabilizer চয়েজ করবে।

Bronchodialator হিসাবে Salbutamol, levosalbutamol, or Montelukast দেওয়া যেতে পারে। কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, এতটা কার্যকর না, কিছু রিসার্চ বলেছে, ৬ মাসের আগে দেওয়া ঠিক না, আর কিছু রিসার্চ বলেছে, ২ বছরের আগে দেওয়া ঠিক না, (dose will be discussed in next blog )

Allergic Rhinitis / Flu induced Runny nose এ Mast cell stabilizer দিলেই চলবে. সময়কাল ২-৩ সপ্তাহ

Rx -. Syrup: Tofen /Kefto/Toti
আধা চামচ করে দিনে ২ বার

Syrup – Purisal (levosalbutamol) (Bronchodialator)
আধা চামচ করে দিনে ৩ বার

Dose of ketotifen.. এক চামচে থাকে 1 mg
5 ml = 1mg
বাচ্চাদের ডোজ, ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত
0.05 mg/kg or 0.25 ml syrup/kg or 4 ফোটা প্রতি কেজি/ডোজ। দিনে ২ বার। ৩ বছরের বেশি হলে 1 mg করে দিনে ২ বার।

সহজে মনে রাখি,
ওজন ২০ কেজি হলে এক চামচ বা 5 ml করে দিনে দুইবার
ওজন ১০ কেজি হলে আধা চামচ বা 2.5 ml করে দিনে ২ বার।

৪ কেজি হলে 1 ml সিরাপ..বা ১৫ ফোটা করে দিনে দুইবার
ড্রপারের সাহায্যে.

সাধারণত ৬ মাসের আগে ketotifen বা কোনো Anti-histamin না দেওয়া ভালো, দিলে অল্প ডোজে দিবে।

Drop: Norsol ( এইটা হচ্ছে নরমাল স্যালাইন প্রিপারেশন)
প্রতি নাকে দুই ফোটা করে দিন ৪ বার (৭ দিন)
এই ড্রপ দৈনিক ৬-৮ বার দিলেও সমস্যা নাই।
আজ এই পর্যন্ত থাকুক

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Anti histamin

Kitttotifen

Mast cell stabilizer

Purisal

Tofen

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo