featured-image

A tale of true negative and true positive !!

Mediverse Blog

Catagories:

হাবিজাবি সিরিজ

Writer :

ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

ময়নার মা খুব চিন্তিত। চারপাশে যে হারে করোনা, কখন না তাকেই কাবু করে ফেলে!

তিনি সময় পেলেই ফেসবুকে ঢোকেন, আর করোনা থেকে বাঁচতে হাবিজাবি সমাধান খোঁজেন!

‘জাকিরের তেলেসমাতি’ ‘ফকিরের কেরামতি’ এইসব লাখ লাখ লাইকের পেজে পোস্ট করা করোনা নির্মুলের একশ একটি উপায় তিনি আগ্রহ নিয়ে পড়েন!

ময়নার মা বেজায় খুশি। হাজার হাজার বিশেষ অজ্ঞাতরা মিনিটে মিনিটে করোনা মারার পোস্ট দিচ্ছে, এখন সেগুলো এপ্লাই করার পালা!

প্রথমে ঘরের উপায়। গরম পানিতে করোনা মরে। তাই তিনি সারাদিন গরম পানি খান, ঘরের সবাইকে খাওয়ান। সকাল দুপুর রাত ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে খাওয়ান!

ময়নার বাপও কম না! তিনি ফেসবুকে মহান নেতা ট্রাম্প আর তার এদেশীয় ফ্যান ফলোয়ারদের পোস্ট দেখে দেখে একটা প্রেসক্রিপশন বানান!

বহু কাঠখড় পুড়িয়ে, অনেক দোকান খুঁজে ময়নার বাপ অবশেষে বিখ্যাত একটা ওষুধ, দুইটা এন্টিবায়োটিক, তিনটা ভিটামিন, ও সাথে কিছু স্টেরয়েড কিনে বাসায় ফিরে আসেন!

কিছুদিন পর,

★ বারবার বেশি গরম পানি খাওয়ার জন্য তাদের oropharyngeal epithelium গুলো burn হয়ে গেল, throat এ grow করলো fungus.

★ বিখ্যাত ওষুধ ও steroid খাওয়ার পর তাদের immunity suppressed হয়ে throat এ grow করলো fungus.

★ পাওয়ারফুল এন্টিবায়োটিক খাওয়ার পর normal flora গুলো মরে ভুত হয়ে throat এ grow করলো fungus.

ময়নার বাপের uncontrolled DM আছে, তাই তিনি এমনিতেই immunosuppressed. তার throat এ তাই অন্য সবার চেয়ে অনেক বেশি fungus grow করলো!

পাশাপাশি, এন্টিবায়োটিকে তার large intestine এর normal flora গুলো মরে সেখানে চুপচাপ থাকা কিছু দুষ্ট bacteria দুষ্টামিও শুরু করলো!

সব মিলিয়ে ময়নার বাপের,

★ throat এ candida albicans নামক fungus grow করে হল oropharyngeal candidiasis, ফলাফলঃ গলা ব্যথা, ঠোক গিলতে ব্যথা।

oropharyngeal candidiasis

★ colon এ clostridium difficile নামক দুষ্ট bacteria grow করে হল pseudomembranous colitis, ফলাফলঃ জ্বর, পেটে ব্যাথা, ডায়রিয়া।

pseudomembranous colitis

ময়নার বাপের গলা ব্যথা, জ্বর, ডায়রিয়া দেখে তো ময়নার মায়ের ঘুম নষ্ট। নির্ঘাৎ করোনা!ময়নার বাপরে নিয়ে তিনি হাজির হলেন মেডিকেল কলেজ হাসপাতালে। তার symptom শুনে তো চক্ষু চড়কগাছ!

suspected corona। অমুক হাসপাতালে যান। সেখান থেকে তমুক। এভাবে ঘুরলেন সারাদিন।

ময়নার খালু বড় নেতা। তার ফোনে তমুক হাসপাতালে অবশেষে তাকে ভর্তি করা গেল!

ময়নার বাপ sample দিল। রিপোর্ট negative. Symptoms যেহেতু আছে, তাই এটা false negative হতে পারে!

হাসপাতালে তাকে ভর্তি রেখে symptomatic treatment চলতে লাগলো। ডায়রিয়ার জন্য একটা Antibiotic, গলা ব্যাথার জন্য analgesic, আর সাথে করোনা সন্দেহে prophylaxis.

এদিকে যা হলো, ময়নার বাপ accidentally হাসপাতালের অন্য positive রোগী থেকে করোনা exposed হলেন!

তিনি তো এমনিতেই immunosuppressed. তাই কিছুদিন পর তার করোনা symptoms হিসেবে শ্বাসকষ্ট শুরু হল। সাথে আগের ডায়রিয়া, গলা ব্যথা, জ্বর, এগুলো তো আছেই।

তার অবস্থা আগের চেয়ে খারাপ দেখে আবার স্যাম্পল পাঠানো হল। রিপোর্ট এবার positive.

ময়নার বাপের সেবাযত্নে ময়নার মাও positive. ময়না তার নানির কাছে!

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Corona

immunosupresed

normal flora

oropharyngeal candidiasis

pseudomembranous colitis

Virus

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo