featured-image

Pregnancy তে বমির ঔষধ কোনটা দিবেন?

Mediverse Blog

Catagories:

Academic articles,

Gynae & OBS

Writer: ডাঃ তানিয়া হাফিজ

Pregnancy তে বমির ঔষধ কোনটা দিবেন? কেন দিবেন? না দিলেই বা কি হবে? আর দিলে কখন দিবেন? কি ডোজে দিবেন???

১।
Meclizin, Meclizine HCL + Pyridoxine
Ondansetron
Palonosetron
Doxylamine+Pyridoxine

২।
বমি/ বমিভাব হলে আর ঔষধ না দিলে গর্ভবতী মা কিছু খেতে পারবেন না, তাতে তার পুষ্টির অভাব হবে, দুর্বল অনুভব হবে, এনার্জীর অভাবে কোনো কাজও ঠিকমত করতে পারবেন না, তার নিজের ও গর্ভের শিশুর ওজন বৃদ্ধি পাবেনা ।।
অতিরিক্ত বমিতে Electrolyte Imbalance হবে।।

৩।। বমির ঔষধ সকাল-রাত অথবা শুধু সকালে অথবা তিনবেলা অথবা রাতে একসাথে দুইটা অথবা সকালে-দুপুরে একটা এবং রাতে দুইটা।

কি ভাবছেন গোলমেলে 😇🤔???
এটাও জানবেন।

কি ডোজে দিবেন??

Meclizine/Meclizine HCL+Pyridoxine

1+0+1

Ondansetron

1+0+1 or 1+1+1

Palonosetron

1+0+0

Doxalamine+Pyridoxine

0+0+2 or 1+1+2

Note :

✍️ সর্বোপ্রথম রোগীকে কাউন্সিলিং করবেন “দেখুন Pregnancy তে বমি হওয়া স্বাভাবিক কারন হরমোনের জন্য, তাই এতে বেশি উদ্বিগ্ন হবেননা, তবে আমি খাবারের কিছু নিয়ম বলে দিবো সাথে ঔষধের নিয়ম, এগুলো খান তাহলে ঠিক হয়ে যাবে। প্রথম ৩-৪মাস এমনটা থাকে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়।” এছাড়াও আরো কিছু কারন আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করলে জানতে পারবেন।

✍️ বমির ঔষধ খাবারের আগে দিবেন।

✍️ বমির ঔষধের সাথে গ্যাসের ঔষধ দিলে ভালো কাজ করবে

✍️ অনেকসময় রোগীরা খাবার আগে মনে পরলেই একটা খেয়ে খাবার খেতে বসেন এটা ঠিক নয়, তাই রোগীকে কাউন্সিলিং করতে হবে ঔষধটা অন্তত ৩০মিনিট আগে খাবেন তাহলে ভালো ফলাফল পাবেন।

✍️Domperidone দেয়া যাবেনা।

✍️শুধু বমির ঔষধই সব নয়, এর পাশাপাশি আরো কিছু নিয়ম মানবেন যা আপনার বমির পরিমান কমাবে,

✍️History ভালোভাবে নিবেন বমি, পাতলা পায়খানা, পেটেব্যথা মানে Food poisoning হচ্ছে কিনা জেনে নিন।

✍️অনেকসময় অতিরিক্ত বমিতে হালকা রক্ত আসে এটা নিয়ে রোগী ভয় পেয়ে যান এটা নিয়ে কাউন্সিলিং করবেন।

Edited By : Nahid Hasan

Share this blog to social media:

Tags:

Meclizin

Ondansetron

Polonosetron

Pregnancy

Vomiting

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo