Nasopharyngeal Angiofibroma শুধু ছেলেদের ই কেন হয়?
Mediverse Blog
Catagories:
ENT
Writer : Ishrat Purobi
আচ্ছা, বলুন তো Nasopharyngeal angiofibroma শুধু ছেলেদের ই কেন হয়? ছেলেরা কি দোষ করেছে?
ধারণা করা হয়, এটা টেস্টোস্টেরন এর উপর নির্ভরশীল৷ 1st brachial artery যেখানে completely regress হয়ে যাওয়ার কথা ছিলো সেখানে যখন incomplete regression হয়, A plexus of vessel persist করে। আর এই fibrovascular tissue তে Nasopharyngeal angiofibroma র উৎপত্তি হয়। আর এটা তখন ই হয় যখন Male Sex hormone Testosterone appear করে।
Adolescent male, ২০ -৩০ বছর বয়সে এ সাধারণত হয়ে থাকে। Nasopharyngeal benign tumor এর মধ্যে এটাই সবচেয়ে বেশি Common যদিও খুব Rare Case এ হয়।
তবে এটা বেশ Dangerous !!! কারণ,
- এর বেশিরভাগ ভেসেলই শুধু endothelium lined. এতে কোনো muscle coat থাকে না। ফলস্বরূপ, এর contractile property absent থাকে । আর যখন এখান থেকে Bleeding হয়, vessel contract করে না বলে adrenaline দিয়েও Bleeding বন্ধ করা যায় না ।
- এটা locally aggressive, adjoining structure কেও destroy করে ফেলে।
কি সাংঘাতিক না!
এরকম বেশ interesting topic রয়েছে ENT তে।
সেইসাথে Surgery paper II এর আরেকটা সাবজেক্ট Eye ও বেশ মজার। আর একে আরও ইন্টারেস্টিং করতে তুলতে MediVerse এবার নিয়ে এসেছে EYE & ENT এর Combo Course।
মেন্টরঃ Dr. Jahinul Anam Fayed ভাইয়া।
আগ্রহীরা দ্রুত Enroll করে ফেলুন।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
brachial
ENT
Nasopharyngeal angiofibroma
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts