featured-image

Plummer Vinson Syndrome এর গল্প !!

Mediverse Blog

Catagories:

ENT

Writer : Ishrat Jahan Purobhi.

Another name : Paterson – Kelly Syndrome.

ছোট্ট একটা গল্প থেকে এই Syndrome এর নামকরণ।
চলুন তাহলে গল্পটা জেনে নেয়া যাক।

ভেনিস শহরে পানির কলের এক মিস্ত্রি ( Plummer) তার বয়স্কা স্ত্রীকে নিয়ে বাস করতেন। একদিন মিস্ত্রির স্ত্রী তার স্বামীর জিনিসপত্র খুঁজতে গিয়ে একটা লোহার পাইপ দেখতে পান। কৌতুহলবশত তিনি পাইপটি হাতে নেন এবং কি মনে করে যেন গিলে ফেলেন৷ আর এতে করেই ঘটে বিপত্তি!
কিছুক্ষণ পর মিস্ত্রি এসে দেখেন তার স্ত্রীর চেহারা ফ্যাকাশে ও জিহ্বা লাল হয়ে গেছে। এই অভূতপূর্ব ঘটনায় মিস্ত্রি শকড হয়ে যান। 🙂

এই গল্পটা থেকে আমরা সহজেই Plummer vinson syndrome এর Symptoms গুলো মনে রাখতে পারি।

এখানে যদি আমরা কিছু বিষয় লক্ষ্য করি তাহলে দেখতে পাই,

1. মহিলাটি বয়স্কা ছিলেন ( Post menopausal woman)
2. প্রথমে লোহার পাইপটি মহিলার ঠোঁট ও জিহ্বার সংস্পর্শে আসে যার কারণে দেখা দেয় –

  • 🔺Burning sensation of lips ( cheilosis)
  • 🔺Burning sensation of the tongue ( glossitis)
  • 🔺Beefy red tongue ( lingual papillae atrophy)
Cheilosis
Glossitis
Beefy red tongue ( lingual papillae atrophy)

3. এরপর পাইপটি ক্রমান্বয়ে oesophagus এ যায়।
পাইপটি গিলতে মহিলার কষ্ট হয় ( Dysphagia) এবং গলায় ব্যথা অনুভব করেন (Odynophagia).

4. মহিলার চেহারা ফ্যাকাশে ( Pale) হয়ে গিয়েছিল, এটা দিয়ে মনে রাখবো Iron deficiency anaemia.

  • এর সাথে সংশ্লিষ্ট আরও কিছু Symptoms হচ্ছে :
  • 👉 Angular stomatitis
  • 👉 Koilonychia
  • 👉Tachycardia
  • 👉 Dysponea
  • 👉 Esophageal web can also cause odynophagia.

▪️What is oesophageal web??
It is the thin membrane that arise across inside the upper part of the esophagus and may cause difficulty in swallowing.

Often this syndrome is presented as a triad of-

  1. Iron deficiency anaemia
  2. Post cricoid Dysphagia & upper esophageal web.
  3. Koilonychia

Complication:

It is pre cancerous that can leads to squamous cell carcinoma of mouth & oesophagus. ( তাহলে বুঝলেন তো, কে মিস্ত্রি কেন শকড হয়ে গিয়েছেলেন!)

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Beefy red tongue

cheilosis

Dysphagia

glossitis

Paterson - Kelly Syndrome.

Plummer Vinson Syndrome

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo