featured-image

আসুন Gram Staining সম্পর্কে জানি !!

Mediverse Blog

Catagories:

MEDICINE,

MICROBIOLOGY,

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

এন্টিবায়োটিক সিরিজ বুঝতে হলে আমাদের প্রথম বুঝতে হবে ব্যাকটেরিয়ার Classification,

ব্যাকটেরিয়া মূলত আমরা ৪ ভাগে ভাগ কর‍তে পারি,

  • Gram Positive.
  • Gram Negative.
  • Anerobic.
  • Atypical.

Gram PositiveGram Negative বলতে কি বুঝায়?

১৮৮৪ সালে বিজ্ঞানী “হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম” সর্ব প্রথম একটা পরিক্ষণের মাধ্যমে ব্যাকটেরিয়া সমূহকে দুইভাগে ভাগ করেন।।

তিনি স্লাইডে ব্যাকটেরিয়া নেন,
তারপর সেখানে Crystal Violet ও Iodine যোগ করেন, এতে করে ব্যাকটেরিয়া Purple Colour ধারণ করে,

তারপর সেখানে অ্যালকোহল দ্রবণ দিয়ে Wash out করা হয়, Alcohol দ্রবণ দেওয়ার পরে দেখা গেলো যেসব ব্যাকটেরিয়ার Cell wall thick. তাদের cell wall এ purple colour তখনো বিদ্যমান,

আর কিছু ব্যাকটেরিয়া যাদের cell wall thin, সেইগুলি Colour less হয়ে যায়,

পরে তার উপর Safranin Chemical এর দ্রবণ দেওয়া হয়,
তখন দেখা যায়, যেইসব ব্যাকটেরিয়ার cell wall thick. তারা তখনো purple, যাদের cell wall thin, তারা pink /red হয়ে যায়, আর যাদের cell wall এ Peptidoglycan layer নাই৷ তারা Safranin দেওয়ার পরেও কোনো Colour দেখায়নি।

যেইগুলিতে purple কালার বিদ্যমান, বিজ্ঞানী গ্রাম সেগুলিকে stain Positive বলেন,

আর যেগুলি Alcohol দেওয়ার পরে Colour less হয়ে যায়, সেগুলিকে Negative শ্রেণীতে রাখেন,

[[গ্রাম নেগেটিভ গুলি অ্যলকোহল দেওয়ার পরে Colour less হয়ে গেলেও Safranin দেওয়ার পর pink or red হয়ে যায়]]

আর Safranin দেওয়ার পরেও যেগুলি Colour less থাকে, কিংবা শুরু থেকেই যে গুলি Colour less থাকে, সেইগুলিকে Atypical ব্যাকটেরিয়া বলে,

বিজ্ঞানী গ্রাম যেহেতু এই Positive Negative শ্রেনী বিন্যাস করেন, তাই ওনার নাম অনুযায়ী গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ধারনার প্রচলন আসে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Crystal Violet

Gram negative

Gram positive

Ismail Azhari

Pink

Safranin

Staining

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo