আপুমণি তোমার ছায়া আমার ছায়াকে খেয়ে ফেলেছে ! (Silhouette Sign)
Mediverse Blog
Catagories:
MEDICINE
Writer : Ishrat Jahan Purobhi.
শীতের মিষ্টি রোদ পোহাতে কার না ভালো লাগে?
এমনই এক দুপুরবেলা চেয়ারে বসে রোদ পোহাচ্ছিলো ইশা। অদূরেই সূর্যের বিপরীতে বসা ইশার ছায়া পড়ছে মাটিতে। কিছুক্ষণ পর ছোট বোন নিশা ছুটে এলে দেখতে পায় তার বোন মাটিতে তৈরি হওয়া ছায়ার দিকে তাকিয়ে আছে। সেও ইশার পাশাপাশি দাঁড়িয়ে যায়। নিজের ছোট্ট ছায়াটাকে দেখে তিড়িং বিড়িং নাচে, তার ছায়াটাও নাচে। খুশিতে হাততালি দেয় নিশা। ছোটবোনের এই ছেলেমানুষী কান্ড দেখে ইশাও হেসে ফেলে। একটু পরে বোনের ছায়ার উপর এসে দাঁড়ায় নিশা। কিন্তু একি! তার ছায়া কোথায় গেলো?? আজব তো! নিশা চেঁচিয়ে বলে, “আপুমণি তোমার ছায়া আমার ছায়াকে খেয়ে ফেলেছে!!!” শুনে অট্টহাসিতে ফেটে পড়ে ইশা। হাসি থামিয়ে বলে ” আরে বোকা মেয়ে, একটু সরে দাঁড়া। দেখবি তোর ছায়া তোরই আছে।”
বড় বোনের কথামতো একটু সরে দাঁড়াতেই নিশার ছোট্ট ছায়াটি তার দৃষ্টিগোচর হয় ৷ স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েটা। যাক, তার ছায়া পাওয়া গেছে, হাঁফ ছেড়ে বাঁচে যেন নিশা।
গল্পটা থেকে একটা বিষয় খেয়াল করুন তো, একজনের ছায়া আরেকজনের ছায়াকে ঢেকে দিয়েছিলো, এটাকে কি বলা হয়?
Radiology এর কোনো Sign এর কথা কি মনে পড়ছে ?
আচ্ছা, মনে করিয়ে দিচ্ছি। Radiology তে একটা Shadow যখন অন্য একটা Shadow কে Overlap করে, আমরা দ্বিতীয় Shadow টিকে কিন্তু ভালোমতো দেখতে পাই না। অপেক্ষাকৃত বড় Shadow টার আড়ালে পরে যায় সেটা। একে বলা হয় ” Silhouette Sign “
Respiratory তে একে একটু সুন্দর করে বলা যায়ঃ-
Loss of the normally visible intrathoracic structure caused by an adjacent pulmonary density.
আমরা জানি Right lung এর তিনটি লোব:
- 1) Right upper lobe ( RUL)
- 2) Right middle lobe (RML)
- 3) Right lower lobe ( RLL)
এবং Left lung এর দুইটি লোব :
- 1) Left upper lobe ( LUL)
- 2) Left lower lob ( LLL)
লোবগুলোর অবস্থানের উপর ভিত্তি করে সেগুলোর সাথে সংলগ্ন যে structure গুলোর জন্য Silhouette Sign তৈরি হয় সেগুলো একনজরে দেখে নিইঃ-
- RUL Ascending aorta
- RML Right heart border
- RLL Right diaphragm
- LUL Aortic knob, Left heart border
- LLL Left diaphragm, descending aorta
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Diaphragm
lung
Radiology
Silhouette Sign
structure
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts