featured-image

Geographic tongue এর চিকিৎসা !!

Mediverse Blog

Catagories:

Dermatology,

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

মানুষের জিহবা সাধারণত Pinkish white tiny papilla দিয়ে আবৃত থাকে,

কিন্ত কখনো কখনো কোনো Infection ছাড়াই এই Pinkish white papilla গুলি নষ্ট হয়ে যায়, সেখানে কিছু patches তৈরি হয়, (১ সেন্টিমিটার এর বেশি surface epithelium এর কালার পরিবর্তন হয়ে যাওয়াকে patches বলে) patches গুলি দেখতে reddish হয়, জিহবার স্বাভাবিক প্রকৃতি থেকে patches গুলির colour একবারি ব্যাতিক্রম, দেখতে মনে হবে, এই জায়গার Mucous Membrane খুব সুক্ষ ভাবে তুলে নেওয়া হয়েছে,

আবরণ বিহীন, কোনো চুলকানি থাকবেনা, তবে খাবারের সময় discomfort feel হবে, দেখতে মানচিত্রের মত মনে হয় বিধায় এটাকে Geographic tongue নাম করণ করা হয়েছে।

কারণ–
এইটার কোনো কারণ জানা যায়না,
তবে যারা Nutritional deficiency তে ভুগে, তাদের এমন হতে পারে,
Hygiene maintain না করলেও এমন হয়, আর বিশেষ করে Zinc এবং ভিটামিন B এর অভাবে এমন হতে পারে,
পানি কম খেলে এমন হতে পারে, কোনো কারণ ছাড়াও হতে পারে। Immuno compromise patient দের হতে পারে

এইগুলি জিহবার এক জায়গায় ভালো হলে অন্য জায়গায় হয়, যাদের একবার হয়, তাদের বারবার হবার Chance থাকে,

চিকিৎসা –

সাধারণত অনেক সময় চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায়,

চিকিৎসা দিলে যা দেওয়া যেতে পারে-

১.. বেশি বেশি পান পান করবে
২.. Vitamin B & Zinc supplement, tab- Bicozin
1+0+1 (2 month)

আর ব্যাথা থাকলে Napa, Ibuprofen ইত্যাদি দিবে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Bicozin

Geographic tongue

Ismail Azhari

Papilla

Pinkish

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo