featured-image

Chilblains এর চিকিৎসা !!

Mediverse Blog

Catagories:

Dermatology,

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

নিচের ছবিটার দিকে লক্ষ করুন –

নারগীস আক্তার শীতকালে কুয়াশাচ্ছন্ন ভোরে গ্রামের সবুজ ঘাসের উপর হাঁটাহাঁটি করছিলো, বাসায় আসার পর তার পা টা লাল হয়ে গেছে, একদিন পর ফুলে গেছে, তারপর ব্যাথা করে, সাথে চুলকায়,

আমরা এখন Scenario থেকে এইটার Diagnosis এ যেতে হবে–

  • প্রথমে Red হয়েছিলো–

তার মানে তার skin এর capillary bed গুলি Damage হয়ে extravasation of blood হবার কারণে redness হয়ে গেছে ৷ আর বিষয় টা হয়েছে শীতকালে কুয়াশাচ্ছন্ন ভোরে —- মানে অতিরিক্ত ঠান্ডা পরিবেশে Exposed হবার পরে

  • এরপরে সেখানে Inflammation হয়েছে,

যেখানে Inflammation হয়, সেখানেই Sign of Inflammation হিসাবে Pain ও হয়-

তাহলে পুরো Scenario তে আমরা কি পেলাম—

  • Excessive cold exposure = Chill
  • Then inflammation = Blains

এই রোগ টার নাম হচ্ছে Chilblains

  • ঠান্ডা থেকে Chill
  • Inflammation/ blister থেকে blains
  • দুইটা মিলে Chilblains

Chilblains are the painful blistering swelling of the hand and foot specially fingers due to damage to the tiny blood vessel(capillary bed)

As a result of repeated exposure to excessive cold

চিকিৎসা কি?

  • Anti histamine
  • NSAID/ paracetamol
  • Vitamine B-3, nicotinic acid (Nicoson 500 BD)
  • Vasodilator (Nifedipine)
  • গরম পানিতে ভিজিয়ে রাখা 20-25 minute 4 times Daily.
  • সাথে হাত মোজা, পা মোজা, গরম পানিতে অযু।
  • ধুমপায়ি হলে stop smoking.

Share this blog to social media:

Tags:

blains

Chilblains

Inflammation

Ismail Azhari

NSAID

red

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo