Onychomycosis এর চিকিৎসা !!
Mediverse Blog
Catagories:
Dermatology,
Mufti Dr. Ismail Azhari
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
★ Onychomycosis
Onycho মানে Nail
Mycosis মানে Fungal infection
Onychomycosis মানে Fungal infection of Nail..
নখের মধ্যে কোনো Fungal infection হলে এইটাকে Onychomycosis বলে।
অবাক করার বিষয় হচ্ছে,
10% of Total fungal infection হচ্ছে Onychomycosis.
Ratio :
10% in entire population
যাদের বয়স ৬০ এর বেশি, তাদের মধ্যে ২০% এর Onychomycosis এর ঝুঁকি থাকে।
আর যাদের বয়স ৭০+ তাদের মধ্যে ৫০% ঝুঁকি থাকে। so এইটা সমপর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিৎ।
কি কি Organism দিয়ে হয়?
Dermatophyte and Candida দিয়েই হয়ে থাকে।
- Dermatophyte 90%
- আর candida 10%
উপসর্গ –
- Nail thick হয়ে যায়,
- Discoloration, নখের নিচে সাদা পাউডার এর মত দেখা যেতে পারে…
- Whitish to yellow Brown discoloration হতে পারে,।
- এক সময় nail bed থেকে separation হয়ে যায়।
একটা কথা মনে রাখা চাই –
Onychomycosis বা nail fungal infection এর Sign Symptoms একবারে Psoriatic nail এর মত। দুইটার মধ্যে প্রার্থক্য করা অনেক জটিল বিষয় :
কিছু বিষয় মনে রাখা চাই,
psoriasis mainly Finger nail এ হয়,
আর Onychomycosis টা Toe nail এ হয়।
Onychomycosis এর উপসর্গ হচ্ছে–
Nail separation from nail bed with thickening of nail with discoloration. psoriasis Exclude করতে পারলে Diagnosis করা সহজ হয়ে যাবে।
Psoriatic nail এর মধ্যে Nail এ pits/ ছোট ছোট গর্ত তৈরি হয়, যা Onychomycosis এ হয়না। যাদের psoriatic nail হয়, তাদের শরীরের অন্যান্য জায়গাতেও psoriatic lesion থাকতে পারে।
Foul smelling :: Psoriatic nail এর মধ্যে কোনো foul smelling থাকবেনা,
তবে fungal nail এর মধ্যে Foul smelling হবে।
তাহলে কথা দাড়ালো কি?
Yellow colour nail + Pits in nail + No foul smelling + Psoriatic lesion in other area of body + separation of nail from nail bed then Diagnosis: Nail psoriasis.
আর যদি Discoloration + thickening + No pits + no white spot or vertical or transverse line in nail…+ foul smelling
তখন Onychomycosis.
যে যাই বলুক না কেনো-
American Family physician থেকে একটা জার্ণাল প্রকাশ করা হয়,
যেখানে বলা হয়,
Nail psoriasis and nail fungal infection almost same sign symptoms.
তাই Diagnosis করার উপায় হচ্ছে
- Nail clipping করে KOH দিয়ে ল্যাব টেস্ট করে ফলাফল এর ভিত্তিতে মেডিসিন শুরু করতে হবে।
- Just physical examination এর ভিত্তিতে Diagnosis করে এন্টি Fungal শুরু করা উচিত না।
কি কি Anti Fungal ব্যবহার করতে হবে?
Topical and systemic.
★ Topical :
Ciclopirox solution
নখের উপরে ও নিচে (ভিতরের দিকে) ব্যবহার করতে হবে দিনে ১ বার ৬ মাস।
★ Systemic:
Tab: Terbinafine 250 mg
0+0+1 (6 week for finger nail)
0+0+1 (12 week for toenails)
অথবা Tab: Itraconazole 200 mg Daily
0+0+1 (6 weeks for Fingernail)
0+0+1 (12 weeks for toenails)
অথবা Tab: Fluconazole 200 mg weekly
0+0+1(6 month for fingernail)
0+0+1(12 month for Toenails)
- Success rate:
- 25% কোনো ঔষধ এ কাজ করেনা
- Terbinafine এর Cure rate =76%
- Itraconazole = 69%
- Fluconazole =45 %
যে কোনো Anti Fungal Liver Damage করতে পারে, তাই Prescription এর আগে Liver Function Test করে নিতে হবে।
Pregnancy ক্ষেত্রে শুধু Topical ব্যবহার করবে।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Ismail Azhari
Mycosis
Nail fungal infection
Onychomycosis
Tropical
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts