featured-image

The Details About MRCP Course !!!

Mediverse Blog

Catagories:

Mediverese special

Writer : Dr. Md. Omar Faruk Shawon
MBBS(DMC), MRCP(PACES)

MRCP

One of the most trending Foreign PG degree nowadays is MRCP.

এটা আমরা সবাই জানি।

যাদের দেশের বাইরে ক্যারিয়ার করার ইচ্ছা তারা ছাড়াও যারা দেশে মেডিসিন বা এলায়েড সাব্জেক্টে ক্যারিয়ার করতে চান তারা এখন এই ডিগ্রী নিয়ে প্ল্যান করছেন। কারন এটা এমন একটা Qualifications যেটার মাধ্যমে আপনি Common এবং Uncommon সব ধরনের disease নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে পারবেন…

সহজ কথায় বলতে গেলে এটা Patient এর প্রতি আপনার Approach / Diagnosis /Management কে অনেক বেশি Efficient করে তুলবে।

কিন্তু অনেকের কাছেই MRCP র এই বিশাল সিলেবাস overwhelming হয়ে যায়। সিলেবাস দেখেই অনেকেই প্রিপারেশন শুরু করেন না বা করতে ভয় পান। আবার অনেকেই এমন আছেন যারা প্রিপারেশন শুরু করেন, মাস খানেক প্রিপারেশন নিয়ে যখন দেখেন এত পড়া মনে রাখতে কষ্ট হচ্ছে, তখন হতাশ হয়ে প্রিপারেশন ছেড়ে দেনআবার কেউ কেউ কষ্ট করে পুরো প্রিপারেশন নিয়েও Successful হতে পারেন না

আমার নিজের কত পরিচিত লোকজন প্রিপারেশন শুরু করে আবার ছেড়ে দিয়েছেন! অই যে… জাতীয় সমস্যা…পড়া আগায় না! অথবা এত কিছু মনে থাকেনা😔

এসবের একটাই কারন, Lack of proper guidance

Proper guidance পেলে যে কেউ যে কোন এক্সাম পাশ করতে পারে No doubt. Keeping all these things in our mind, We have launched our MRCP part 1 course 😀

শুধু কোর্স বললে ভুল হবে….MRCP Part 1 এর একটা Complete Solution বলা যায়।

জিজ্ঞেস করতে পারেন.. কিভাবে?

MRCP তে ২০০ টা SBA আসে। একটা SBA Answer করতে হলে অই টপিক নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া থাকা চাই। সাথে সাথে question দেখে সিনারিওর মধ্য থেকে clue find out করে best Answer বের করার Trics জানা থাকা চাই

এই Purpose গুলো আমাদের কোর্সের মাধ্যমে খুব ভালো মতো Serve হবে ইনশা আল্লাহ।
Because,
Notes and Notes + passmedicine = deadliest combination for MRCP 😀

কোর্সের কিছু Features আপনাদের সাথে শেয়ার করি–

  • Theory discussion from NOTES AND NOTES : Notes and Notes থেকে থিউরি আলোচনার মাধ্যমে আপনার Coception এমন ভাবে build up হবে যেন Part 2 এর Preparation ও অনেক খানি হয়ে যায়।
  • Annotated class notes – ক্লাসে যেদিন যেই টপিক পড়ানো হয়, ক্লাস শেষে তার Annotated PDF দিয়ে দেয়া হয়। এখানে প্রতি টা লাইন বিভিন্ন Colour ব্যাবহার করে এমন ভাবে Markings করে দেয়া হয় যেন আপনি PDF টা দেখলেই বুঝে যাবেন, কোন টপিক থেকে কোন কোন লাইন আপনার অবশ্যই মনে রাখা লাগবে। শুধু এই জিনিসটাই আপনার প্রিপারেশন এর effort অর্ধেক কমায়ে দিবে। কারন…. Notes and Notes ১৮০০ পেইজের একটা বিশাল সমুদ্র।🥲
  • Uptodate গাইডলাইন ফলো করে বিভিন্ন Disease এর Management আলোচনা করি আমরা।
  • Passmedicine থেকে প্রশ্ন Solve করার মাধ্যমে একেক্টা সিনারিও থেকে Clue গুলো Find Out করে Correct Answer বের করা আর ভুল অপশন গুলো Exclude করার Strategy আলোচনা করা হয়।
  • Chatbox ২৪ ঘন্টা খোলা। তাই পড়তে গিয়ে কোথাও ঝামেলা হলে / কোন প্রশ্ন আসলে সেটার Solution দেয়া খুব অল্প সময়ের মধ্যে।

কোর্স Duration :

  • Most Important। ১১০+ ক্লাস আর ২৫০ ঘন্টার বেশি সময় ক্লাস। ২০ ক্লাসে আপনাকে MRCP র মাস্টার বানিয়ে দিব টাইপ কোর্স এটা না। সময় নিয়ে টপিক ধরে ধরে আলোচনা হবে। তাহলে Concept Clear হবেই ইনশা আল্লাহ।
  • Recorded for 1 year. কোন কারনে কোর্স শেষ হওয়ার অল্প দিনের মধ্যে আপনি Exam না দিতে পারলে অথবা লম্বা সময় ধরে আস্তে ধীরে প্রিপারেশন নিতে চাইলেও আপনার অসুবিধা হবেনা। পুরো একবছর আপনার Acces থাকবে।
  • Low cost এত Extensive কোর্স…এত কম খরচে আর কেউ Provide করছে বলে আমার জানা নাই।

অল্প কিছুদিন আগে ক্লাস শুরু হয়েছে,অল্প কিছু ক্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা Enroll করেছেন তারা সবাই Satisfied। তাদের দেয়া Blind রিভিউ গুলো Blog এর সাথে Add করে দিচ্ছি।

Attachment হিসাবে এনোটেটেড ক্লাস নোটের কিছু স্ক্রিনশট ও দিয়ে দিচ্ছি। কোর্স ডিটেইলস আর ডেমো ক্লাস এর লিংক দিয়ে দিচ্ছি

ডেমোক্লাস আর কোর্স Details Visit করুন, এনোটেটেড ক্লাস নোট আর ক্লাস রিভিউ গুলো দেখুন…এর পর ডিসিশন নিন।

দিনশেষে পড়াশুনা আপনারই করতে হবে। আমরা শুধু গাইডলাইন / ডিসকাশন আর বিভিন্ন রিসোর্স এর মাধ্যমে আপনার পড়াশুনা টা সহজ করার চেষ্টা করবো

Last of all, I can assure you… Our course will be the best use of your time and money.

Best of luck

For Enrollment Into The Course : Click Below..

Blog Editor : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

mediverse

Mrcp

Notes and Notes

omar faruk

Passmedicine

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo