featured-image

যাঁরা FCPS part-1 exam দিবেন। তাঁদের প্রতি আমার কিছু পরামর্শ।

Mediverse Blog

Catagories:

Mediverese special

Writer : Dr. Muhammad Mosleh Uddin, MBBS (CMC), FCPS part-1 (Cardiology)

আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ

যাঁরা FCPS part-1 exam দিবেন। তাঁদের প্রতি আমার কিছু পরামর্শ।

১. Revision ৪ বার দিতে হবে/৫ বার দিতে হবে/১০ বার দিতে হবে, এরকম কোন শর্ত নেই। ব্যাপারটা হলো, আপনার যদি ২ বার revision দিলে মনে থাকে, common mistake না হয়, তাহলে আপনার জন্যে ২ বার revision ই যথেষ্ট ইনশা আল্লাহু তায়ালা। আর আপনার যদি ৪-৫ বার revision লাগে তাহলে আপনি ৪-৫ বার revision দিবেন ইনশা আল্লাহ। আপনার কয়বার revision প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনি জানেন। কারণ life এর বহু পরীক্ষা মাশা আল্লাহ, আপনি সফলতার সাথে আল্লাহ তায়ালার রহমতে cross করে এসছেন। আপনার friends ১০ বার revision দিয়েছে নাকি ২০ বার, সেটা নিয়ে প্লিজ worried হবেন না। কারণ exam এ পাশ করার জন্যে revision কয়বার দিয়েছেন সেটা matter করে নাহ, matter করে আল্লাহ সুবহানাহু তায়ালার রহমত আর আপনি কতটুকু feedback দিতে পারছেন সেটার উপর।

তবে অবশ্যই চেষ্টা করবেন, ২ বার মিনিমাম revision দেয়ার ইনশা আল্লাহ।

২. Davidson’s এর পাশাপাশি Essence of Medicine book টা follow করতে পারেন। আমি করেছিলাম আলহামদুলিল্লাহ। আমার ভালো লেগেছে খুব।

এই বইয়ের writer কিংবা publisher এর সাথে আমার কোন personal connection নেই। আমি যোগ্যদের প্রশংসা করি always আলহামদুলিল্লাহ।

৩. Medical higher studies apps এ exam দিয়েন ইনশা আল্লাহ। MCQ segment অনেক ভালো করতে পারবেন আল্লাহ সুবহানাহু চাইলে।

৪. পড়া শেষে Genesis SBA pearl থেকে SBA solve করবেন অবশ্যই। এই সময় আপনার সবচেয়ে বেশি brain storming হবে এবং বই পড়ার সময় মিস করা info গুলো আবার মাথায় hit করবে ইনশা আল্লাহ।

৫. FB তে FCPS part-1 group টা follow করবেন। খুব helpful. তবে ওনাদের প্রশ্ন আমার কাছে খুব কঠিন মনে হয়, এত কঠিন প্রশ্ন খুব একটা আসেনা। বাট ওনাদের regular update আপনাকে অনেক help করবে। ইনশা আল্লাহু তায়ালা।

৬. বেসিক clear থাকলে FCPS coaching দরকার নেই।

তবে basic এ ঘাটতি থাকলে কোন Mentor এর কাছে পড়তে পারেন। এটা আপনার investment ইনশা আল্লাহ। মনে রাখবেন, আপনার basic যত ভালো থাকবে, তত কম info আপনাকে মুখস্ত করতে হবে। তাহলে Brain এ pressure পড়বে অনেক কম ইনশা আল্লাহ

আমি কোন ব্যাচ পড়ানো start করিনি এখনো। ইনশা আল্লাহ, আল্লাহ তায়ালা তাওফিক দিলে সামনে start করবো।

তবে আমি MediVerse এর Dr. M R Sifat ভাইয়ের Davidson’s batch কে prefer করি। ভাইয়া খুব ভালো পড়ান মাশা আল্লাহ এবং একজন responsible mentor.

আপনাদের জন্যে অনেক শুভকামনা। আমিও দোয়া চাই ইনশা আল্লাহ।

Edited by : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Essence of Medicine book

fcps

Genesis

revision

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo