featured-image

A Quick Overview About MPOX !!!

Mediverse Blog

Catagories:

Mediverese special

Writer : Sagar 19-20 BGCTMC

MPox কে World Health Organisation (WHO) Public Health Emergency হিসাবে ঘোষণা করেছে ..যা previously Monkey pox নাম এ পরিচিত ছিল। 2022 এর November এ নাম পরিবর্তন করা হয়।

আগে আমরা জেনে নিই সাধারণ কিছু তথ্য..

  • ▫️Rare infectious disease caused by orthopoxvirus
  • ▫️Mpox আবিষ্কার হয়েছিল 1958 সালে , ল্যাবে
  • ▫️first human case of mpox was recorded in 1970, in what is now the Democratic Republic of the Congo
  • ▫️Africa, most cases are among children under 15 years old.

দুই ধরনের Monkeypox virus আছে :

  • Clade I and clade II.

Clade I এর কারনে তুলনামুলক ভাবে severe এবং মৃত্যু হার বেশি . কিছু outbreak এ মোট আক্রান্তের 10% মানুষ মারা গেছে যদিও recent outbreaks এ মৃত্যু হার কম . Central Africa এ Clade I endemic..

Clade II এর কারনে 2022 এ global outbrack হয় . clade II infection severity তুলনামুলক ভাবে কম . survive rate: 99.9%, West Africa এ Clade II endemic

কিভাবে ছড়ায় Mpox?

🔴Person to person transmission : Close physical contact with mpox blisters or scabs
🔴Coughs or sneezes of affected person
🔴 Infected rodents (such as rats, mice and squirrels)

Symptoms of M pox :

Incubation period: 5 and 21 days
Rashes and flu-like symptoms…

  • Fever
  • Headache
  • Muscle pain
  • Backache
  • Lymphenopathy
  • shivering (chills)
  • Fatigue
  • Joint pain

Rash আসতে 1 to 5 days সময় লাগে
Rash প্রধানত শুরু হয় মুখ থেকে, তারপর শরীরের অন্য অংশে ছড়ায়। Orifice গুলো affected হয় ..mouth, vagina,anus
Mpox (monkeypox) rash painful হয় , pus থাকে এবং blister এ পরিনত হয়, ২-৪ সপ্তাহের মধ্যে এগুলো shedding হয়,আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠে।

Diagnosis and Tests !

  • How is mpox diagnosed?
  • By polymerase chain reaction (PCR)

Differential Diagnosis : Measles or Chickenpox.

lymphadenopathy এর মাধ্যমে mpox এর সাথে অন্য pox কে আলাদা করা যায়।
Other method :Detection of mpox virus or antibodies in blood

Management and Treatment !!

✅Usually a self-limited disease.
General management
🔶Monitor vital sign
🔶Prevent dehydration
🔶Antibiotics for secondary bacterial infections

How is Mpox treated?

বর্তমানে অনুমোদিত কোন antiviral treatments নেই. তবে severe case এ antiviral drugs যেমন Cidofovir or tecovirimat দেওয়া হয় .. যা smallpox বা এ ধরনের viral infections এ ব্যবহার হয়।

Prevention
কিভাবে mpox prevent করা যায় ?

📌Vaccination
📌Decreasing human contact with infected animals and limiting person-to-person spread.

Mpox vaccines :
smallpox এর vaccine mpox এর Against e protection দেয় . যারা mpox virus এ exposed হয়েছেন বা হওয়ার ঝুঁকিতে আছেন তাদেরকে Mpox vaccines দেওয়া হচ্ছে।

🔴Complications :

1️⃣Pneumonia
2️⃣Encephalitis

এ পোস্ট লেখার সময় সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আফ্রিকার বাইরে সুইডেন আর পাকিস্তানে mPox এর রোগী পাওয়ার খবর জানা গেছে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Fever

Lymphenopathy

monkey pox

mpox

orthopoxvirus

outbreak

Public Health Emergenc

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo