featured-image

Asthma পেশেন্ট কে Aspirin দিলে কি হবে !!

Mediverse Blog

Catagories:

Mufti Dr. Ismail Azhari

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Asthma পেশেন্ট কে Aspirin দিলে তার Asthma aggravated হবে, এখন একটা পেশেন্ট এর Asthma আছে, সাথে ischemic heart disease আছে, তার Anti platelet এর indication আছে তাকে Aspirin দেওয়া যাবেনা, Aspirin এর পরিবর্তে clopidogrel দিবেন-


আবার NSAID গুলিও Asthma trigger করে, সেইজন্য ব্যাথার জন্য NSAID ব্যবহার না করে Napa 1 gm খাবে

Beta Blocker সমূহ Asthma aggravate করে, কারো beta blocker এর indication থাকলে সেই ক্ষেত্রে Beta blocker এর indication থাকলে most cardio selective beta blocker (Bisoprolol /Nebivolol) দিবে, অথবা Rate limiting calcium channel blocker দেওয়া যেতে পারে-

বিভিন্ন Allergen যেমন Asthma aggravate করে, তেমনি গৃহপালিত বিড়াল, কুকুর, পাখি এইসব Asthma patient এর symptoms aggravate করতে পারে, তাই Asthma patient থাকলে এইসব শখ থেকে দূরে থাকবেন-


যেসব বস্ত Dust ধরে রাখে, যেমন পাপোশ, কার্পেট ইত্যাদি, এইসব Asthma aggravate করে, তাই এইসব অ্যাজমা পেশেন্ট এর রুমে রাখবেন না-

Active /passive smoking Asthma trigger করে– so avoid smoking and avoid all of smoking zone

বাহিরের ধুলাবালি Asthma Aggravate করে, তাই বাহিরে যাওয়ার সময় Mask আবশ্যক –

Perfumes, Aerosol spray বডি স্প্রে ইত্যাদি অ্যাজমা aggravate করে — তাই এইসব থেকে patient দূরে থাকবে-

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Allergen

aspirin

asthma

Clopidogrelll

Dust

Ismail Azhari

Trigger

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo