বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Catagories:
Mufti Dr. Ismail Azhari
Writer : Dr Ismail Azhari
MBBS, MRCP (London, UK)P-1
Founder - CCR Academy
বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-
তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে-
এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়-
বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের সংস্পর্শে এসে এই ধরনের itching করতে পারে- কারো কারো itching থেকে সেকেন্ডারি infection হতে পারে-
Secondary Infection হলে চুলকানির সাথে সাথে
পুঁজ জমতে পারে সাথে ব্যাথা থাকবে–
মোট কথা ২ টা Condition হতে পারে-
১. শুধু চুলকানি + Rash- কোনো ব্যাথা আর পুঁজ নাই-
এইটার Diagnosis হবে irritant contact dermatitis
চিকিৎসা — Topicort cream / Betson cream,
অথবা Dermasol cream-
শরীরের বেশী জায়গায় হলে Topicort cream..
আর অল্প কিছু জায়গায় হলে Dermasol cream.
বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র Topicort cream.
ব্যবহার – আক্রান্ত স্থানে দিনে ২ বার লাগাবেন- ৭-১০ দিন
সাথে একটা Antihistamine tablet- histacin/Fexo
ইত্যাদি দিবেন-
২.. চুলকানি + ব্যাথা + পুঁজ = এই ক্ষেত্রে Diagnosis হবে
ICD with secondary skin infection –
এই ক্ষেত্রে Topical antibiotics add হবে,
কারো ক্ষেত্রে Systemic Antibiotic লাগতে পারে-
উপরের চিকিৎসার সাথে Bactrocin cream দিনে ২ বার
৭ দিন-
আর Infection এর পরিমান বেশি হলে খাবার Antibiotic দিতে হবে সাথে-
Flucloxacillin 6 hourly অথবা Cefadroxil 500 mg দিনে ২ বার করে ৭ দিন-
Blog টা সবাই কপি করে নিজ টাইম লাইনে দিতে পারেন– আল্লাহ সবাইকে সুস্থ রাখুন-
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Contact dermatitis
Dermasol
Flood
Ismail Azhari
Rash
skin
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts