Pericarditis এর Treatment এ কী দিবেন !!
Mediverse Blog
Catagories:
MEDICINE
Written by : Dr M R Sifat
DMC | 14-15
MBBS, BCS (Health), FCPS P-1 (Medicine)
CEO & Co Founder Of MediVerse
Exam এ Treatment দেওয়ার সময়, মোটামুটি যে কোনো Inflammation দেখলেই আমাদের মাথায় আসে Steroid দিয়ে দেই।
কিন্তু এরকমটা যদি Pericarditis এর Treatment এর সময় দিয়ে দেন তাহলে কিন্তু বড় ভুল হয়ে যাবে।
সাধারণত Pericarditis এর চিকিৎসা আমরা করি Aspirin/NSAID দিয়ে। সচরাচর ডোজ থেকে এখানে Aspirin এর ডোজ টা বেশি,
600mg করে 6 বেলা।
ডোজ টা এজন্যে খেয়াল রাখবেন, কারণ MI পরবর্তী Pericarditis এ কিন্তু আপনাকে Aspirin এই ভরসা রাখতে হবে। তখন, NSAID দেওয়া CONTRAINDICATED, MI ছাড়া অন্যান্য ক্ষেত্রে NSAID দেওয়া যায়, Notes & notes এ Ibuprofen দেওয়ার কথা বলেছে,
Davidson সাহেব বলেছে Indomethacin দেওয়ায় কথা।
যেটাই দেন সমস্যা নেই। শুধু মনে রাখবেন,
Colchicine কিন্তু Pericarditis এর একটা ভালো চিকিৎসা। Colchicine শুধু acute pericarditis এই সাহায্য করে না। Pericarditis এর relapse হওয়া থেকেও এটা prevent করে।
****(ঠিক এরকম একটা স্টেম এবার MRCP April,24 diet এর প্রশ্ন ছিল)
By the way, আপনি জানেন কি Colchicine আরও একটি রোগে Preventive ভূমিকা রাখে।- জ্বি, মনে মনে আপনি Gout এর কথা ভাবছেন?
– নাহ ভুল এটা। Gout এর acute treatment Colchicine,
আর Familial Mediterranean Fever এর Relapse prevention করে colchicine,
এবার মনে থাকবে ইনশা আল্লাহ?
প্রশ্ন হচ্ছে Colchicine এখানে কয়মাস দিবেন?
মনে রাখবেন, Symptoms onset থেকে ৩ মাস আমরা colchicine দিয়ে থাকি।
আরো একটা ব্যাপার মনে রাখতে পারেন, সেটা হচ্ছে আমাদের Davidson Birds Eye View batch এর রেজি শুরু হয়েছে।
যারা ডেভিডসন একবার পড়ে ফেলেছেন এখন ভালো একটা overview করতে চান, যুক্ত হয়ে যান আমাদের সাথে। আগ্রহি রা নিচে থাকা enroll now তে ক্লিক করুন !
Bird’s Eye View Batch :
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
aspirin
Familial Mediterranean Fever
mr sifat
Mrcp
NSAID
Pericarditis
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts