ম্যাক্রোফেজের জীবন বৃত্তান্ত
Ishrat Purobi
Catagories:
Academic articles,
MICROBIOLOGY
“𝙈𝙖𝙘𝙧𝙤𝙥𝙝𝙖𝙜𝙚” আমাদের এক পরিচিত মুখ। আমরা কম বেশি সবাই এর নাম জানি। কিন্তু এর বাপ – দাদাদের বংশ পরিচয়ের সাথে হয়তো সবার খুব একটা জানাশোনা নেই। চলুন তাহলে তার গল্পে একটুখানি ঢুঁ মেরে আসা যাক। 🤏
অনেক অনেক দিন আগের কথা। Bone marrow নামক এক জায়গায় Multipotent hematopoietic stem cell (hemocytoblast) নামে এক গর্ভবতী Cell বাস করতেন। একদিন তার দুইটা সন্তান জন্ম নেয়। একজনের নাম হচ্ছে Common Myeloid progenitor cell আর আরেকজনের নাম Common lymphoid progenitor cell. এই দুইজন আবার বিয়েশাদি করে আলাদা আলাদা সংসার শুরু করে।
Common myeloid progenitor cell এর সন্তান সন্ততি হচ্ছে –
1. Megakaryocyte
2. Erythrocyte
3. Mast cell
4. Myeloblast
এর মধ্যে Megakaryocyte এর সন্তান হচ্ছে Platelet আর Myeloblast এর সন্তানেরা হলো Neutriphil, Eosinophil, Basophill & Monocyte.
আমাদের গল্পের নায়ক এই Monocyte। সে আবার খুব ভ্রমণপিপাসু। তো, সেই সুবাদে Blood, tissue সহ আরও অনেক জায়গায় সে পরিভ্রমণ করতে পারে অনায়াসে। তবে এক এক জায়গায় তার নাম হয় একেকরকম।
যেমন – জন্মের সময় Bone marrow তে Immatured অবস্থায় তার নাম ছিলো Monoblast। যখন একটু ম্যাচিউরড হলো, Blood এ ঘুরে বেড়াতে শিখে গেলো। আর নাম হয়ে গেলো Monocyte. আবার যখন একটু হৃষ্টপুষ্ট হয়ে Tissue তে যায়, তখন নাম হয়ে যায় Macrophage.
Macrophage ” Catch me if you can” মুভির লিওনার্দো দ্যা ক্যাপ্রিও এর মতো বহুরূপী সেজে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ধারণ করেছে।
যেমন-
1. Brain & spinal cord – Microglial cell
2. Liver – Kupffer cell
3. Lung – Alveolar macrophage
4. Kidney – Messangial cell
5. Spleen- Splenic macrophage & Red pulp macrophage
6. Skin – Langerhans’ cell
7. Synovium – Type A synovial cell
8. Placenta – Hofbauer cell
9. Connective tissue – Histiyocyte
10. Bone – Osteoclast
11. Lymphoid tissue & organ – Reticular cell
আমরা জানি, Macrophage এর অন্যতম কাজ হচ্ছে Phagocytosis.
এছাড়াও সে আরও অনেক কাজ করে থাকে। যেমন –
1. এটি intracellular pathogen এর বিরুদ্ধে
cell mediated immunity গড়ে তুলে।
2. It act as antigen presenting cell to initiate immune response. অর্থাৎ, সন্দেহজনক কাওকে আশেপাশে দেখলেই পুলিশ ( Helper T call) এর কাছে ধরিয়ে দেয়। ( This is called opsonization).
3. Delayed type of hypersensitivity তে ম্যাক্রোফেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
♻️দুই ধরনের এক্টিভিটির ভিত্তিতে Macrophage কে দুইভাগে ভাগ করা যায়।
1. M1: Pro-inflammatory ( Which is activated by Interferon( IFN) gumma and produce cytokines named as Interleukin( IL)-1, IL-2 & IL-12)
2. M2 : Anti-inflammatory ( Which is activated by IL-4& IL-5 and produce IL-10 & Transforming growth factor beta (TGF beta)
𝘔𝘢𝘤𝘳𝘰𝘱𝘩𝘢𝘨𝘦 এই যে এতো কঠোর পরিশ্রম করে, সে কিন্তু বেশি দিন বাঁচে না। আর আয়ুস্কাল মাত্র 1 – 3 দিন। এভাবেই সে নিজের বিসর্জন দিয়ে আপনার জীবন রক্ষা করে চলেছে৷ আসুন আমরা বীতশ্রদ্ধ হয়ে স্মরণ করি আমাদের প্রিয় ম্যাক্রোফেজকে।🌚
আজ এ পর্যন্তই থাক। নটে গাছটি মুড়োলো, আমার গল্পটিও ফুরোলো। ধন্যবাদ সবাইকে।
Ishrat Jahan Purobi
Shaheed M. Monsur Ali Medical College, Sirajganj
Session: 2018-19
Share this blog to social media:
Tags:
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts