
𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 এর পেশেন্ট দের 𝒕𝒆𝒕𝒂𝒏𝒚 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 করার কাহিনী।
Mediverse Blog
Catagories:
,
5/8/2024 | 7:54:22 PM
Writer : Ibrat prova
𝘼𝙣𝙮𝙤𝙣𝙚 𝙚𝙡𝙨𝙚 𝙜𝙚𝙩 𝙥𝙖𝙣𝙞𝙘 𝙖𝙩𝙩𝙖𝙘𝙠 𝙡𝙞𝙠𝙚 𝙩𝙝𝙞𝙨⁉️
💥 চলুন, 𝑷𝒔𝒚𝒄𝒉𝒐𝒈𝒆𝒏𝒊𝒄 𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 থেকে 𝒕𝒆𝒕𝒂𝒏𝒚 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 এর কাহিনী শুনে আসি.
ধরুন, স্বামী-স্ত্রীর প্রচন্ড ঝগড়া হওয়ার পরে বেচারা বউ কষ্টের কথা কাউকে মন খুলে না পারছে বলতে আর না পারছে সহ্য করতে/হজম করতে। তখন কষ্ট ঝেড়ে ফেলতে জোড়ে জোড়ে শ্বাস নিতে শুরু করলো। অবস্হা খারাপ দেখে বাড়ির সবাই মিলে নিয়ে আসলো আপনার কাছে। 𝑯𝒊𝒔𝒕𝒐𝒓𝒚 নিয়ে এটা 𝒑𝒔𝒚𝒄𝒉𝒐𝒈𝒆𝒏𝒊𝒄 𝒉𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒐𝒏 বোঝার পরেও আপনি কিন্তু Patient কে আরও একটা Question করতে পারেন.
⭕ তার মুখের চারপাশে ঝিনঝিন করছে কিনা⁉️ (𝑷𝒆𝒓𝒊𝒐𝒓𝒂𝒍 𝒏𝒖𝒎𝒃𝒏𝒆𝒔𝒔)
🔴 উত্তর হ্যা হলে, 𝑷𝒔𝒚𝒄𝒉𝒐𝒈𝒆𝒏𝒊𝒄 𝒉𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 এর খুব বেশি Chance আছে।

𝑻𝒆𝒕𝒂𝒏𝒚 কিংবা 𝒑𝒆𝒓𝒊𝒐𝒓𝒂𝒍 𝒏𝒖𝒎𝒃𝒏𝒆𝒔𝒔 এর সাথে 𝒉𝒚𝒑𝒐𝒄𝒂𝒍𝒄𝒆𝒎𝒊𝒂 𝒓𝒆𝒍𝒂𝒕𝒆𝒅 হলেও 𝒉𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 এর সাথে এর সম্পর্ক কি⁉️ প্রশ্নটা মাথায় ঘুরপাক করলে এই পোস্টের বাকি অংশটুকু আপনার জন্যই
✅ আমরা বুঝতেই পারি 𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 এ 𝑶𝒙𝒚𝒈𝒆𝒏 এর পরিমান বেড়ে যায় আর 𝑪𝑶2 কমে যায়।
𝑪𝑶2 𝒅𝒆𝒄𝒓𝒆𝒂𝒔𝒆 করলে ➡️ 𝑹𝒆𝒔𝒑𝒊𝒓𝒂𝒕𝒐𝒓𝒚 𝑨𝒍𝒌𝒂𝒍𝒐𝒔𝒊𝒔 হয় ➡️ 𝒃𝒐𝒅𝒚 তে 𝑯+ 𝒄𝒐𝒏𝒄𝒆𝒏𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 কমে যায়। যা Normal করার জন্য 𝒃𝒐𝒅𝒚 র চেষ্টা অব্যহত থাকে।
🔴 এক্ষেত্রে 𝑯+ 𝒄𝒐𝒏𝒄𝒆𝒏𝒕𝒓𝒂𝒕𝒊𝒐𝒏 𝑵𝒐𝒓𝒎𝒂𝒍 করতে 𝒉𝒆𝒍𝒑 করে 𝑨𝒍𝒃𝒖𝒎𝒊𝒏। কারণ 𝑨𝒍𝒃𝒖𝒎𝒊𝒏 তার সাথে 𝑯+ ধরে রাখতে পারে ( 𝑪𝒂++ ও ধরে রাখতে পারে)।
𝑩𝒐𝒅𝒚 র এই দুর্দিনে 𝑯+ কে আটকে না রেখে 𝑨𝒍𝒃𝒖𝒎𝒊𝒏 সেটা 𝒅𝒐𝒏𝒂𝒕𝒆 করে দেয়।
কিন্তু দুনিয়াতে কারও হাতই ফাকা থাকে না🫠, তাই 𝑯+ ছাড়ার পরে 𝑨𝒍𝒃𝒖𝒎𝒊𝒏 এর শূন্য হাতে এসে 𝒃𝒊𝒏𝒅 করে 𝒇𝒓𝒆𝒆 𝒄𝒂𝒍𝒄𝒊𝒖𝒎.
⭕ এতে করে 𝒃𝒐𝒅𝒚’র 𝒕𝒐𝒕𝒂𝒍 𝒄𝒂𝒍𝒄𝒊𝒖𝒎 লেভেল ঠিক থাকলেও 𝒇𝒓𝒆𝒆 𝒄𝒂𝒍𝒄𝒊𝒖𝒎 এর মান কমে যায়। ফলে 𝑯𝒚𝒑𝒐𝒄𝒂𝒍𝒄𝒆𝒎𝒊𝒂 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 করে। এর পরের কাহিনী আমাদের সবারই জানা
𝑺𝒐,
🟦 𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 ➡️ 𝑯𝒚𝒑𝒐𝒄𝒂𝒍𝒄𝒆𝒎𝒊𝒂 ➡️ 𝒑𝒆𝒓𝒊𝒑𝒉𝒆𝒓𝒂𝒍 𝒏𝒆𝒓𝒗𝒆 এর 𝒔𝒆𝒏𝒔𝒐𝒓𝒚 𝒂𝒃𝒊𝒍𝒊𝒕𝒚 𝒂𝒍𝒕𝒆𝒓𝒆𝒅 করে দেয় ➡️ 𝒑𝒆𝒓𝒊𝒑𝒉𝒆𝒓𝒂𝒍 𝒏𝒖𝒎𝒃𝒏𝒆𝒔𝒔 হয়।
কিংবা
🟦 𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 ➡️ 𝑯𝒚𝒑𝒐𝒄𝒂𝒍𝒄𝒆𝒎𝒊𝒂 ➡️ 𝑺𝒌𝒆𝒍𝒆𝒕𝒂𝒍 𝒎𝒖𝒔𝒄𝒍𝒆 এ 𝒔𝒑𝒐𝒏𝒕𝒂𝒏𝒆𝒐𝒖𝒔 𝑨𝒄𝒕𝒊𝒐𝒏 𝒑𝒐𝒕𝒆𝒏𝒕𝒊𝒂𝒍 তৈরি হয় ➡️ 𝑻𝒆𝒕𝒂𝒏𝒚 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 করে।
এই হলো 𝑯𝒚𝒑𝒆𝒓𝒗𝒆𝒏𝒕𝒊𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 এর পেশেন্ট দের 𝒕𝒆𝒕𝒂𝒏𝒚 𝒅𝒆𝒗𝒆𝒍𝒐𝒑 করার কাহিনী।
Edited By : Nahid Hassan.