
Nasopharyngeal Angiofibroma শুধু ছেলেদের ই কেন হয়?
Mediverse Blog
Catagories:
,
5/17/2024 | 12:00:34 PM
Writer : Ishrat Purobi
আচ্ছা, বলুন তো Nasopharyngeal angiofibroma শুধু ছেলেদের ই কেন হয়? ছেলেরা কি দোষ করেছে?

ধারণা করা হয়, এটা টেস্টোস্টেরন এর উপর নির্ভরশীল৷ 1st brachial artery যেখানে completely regress হয়ে যাওয়ার কথা ছিলো সেখানে যখন incomplete regression হয়, A plexus of vessel persist করে। আর এই fibrovascular tissue তে Nasopharyngeal angiofibroma র উৎপত্তি হয়। আর এটা তখন ই হয় যখন Male Sex hormone Testosterone appear করে।
Adolescent male, ২০ -৩০ বছর বয়সে এ সাধারণত হয়ে থাকে। Nasopharyngeal benign tumor এর মধ্যে এটাই সবচেয়ে বেশি Common যদিও খুব Rare Case এ হয়।
তবে এটা বেশ Dangerous !!! কারণ,
এর বেশিরভাগ ভেসেলই শুধু endothelium lined. এতে কোনো muscle coat থাকে না। ফলস্বরূপ, এর contractile property absent থাকে । আর যখন এখান থেকে Bleeding হয়, vessel contract করে না বলে adrenaline দিয়েও Bleeding বন্ধ করা যায় না ।
এটা locally aggressive, adjoining structure কেও destroy করে ফেলে।
কি সাংঘাতিক না!
এরকম বেশ interesting topic রয়েছে ENT তে।
সেইসাথে Surgery paper II এর আরেকটা সাবজেক্ট Eye ও বেশ মজার। আর একে আরও ইন্টারেস্টিং করতে তুলতে MediVerse এবার নিয়ে এসেছে EYE & ENT এর Combo Course।
মেন্টরঃ Dr. Jahinul Anam Fayed ভাইয়া।
আগ্রহীরা দ্রুত Enroll করে ফেলুন।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Myringotomy এর যাবতীয় তথ্য !!
Mediverse Blog
Writer : Nusrat Surobhi. Middle ear এর খুব কমন একটা disease, Otitis media সম্পর্কে আমরা ছোটবেলাতেই জেনে এসেছি তাই না?আজকের Blog টা Otitis media নিয়ে নয়, বরং Otitis media সহ middle ear এর বিভিন্ন infection এর management এ surgical option হিসেবে বহুল প্রচলিত ” Myringotomy ” নিয়ে। 🔴 What is Myringotomy? 👉 It is an […]

Antibiotics in ENT
Mediverse Blog
Writer : মুফতি ডাঃ ইসমাইল আজহারি ( MBBS, MRCP-P1 ) ASOM= Acute suppurative otitis media কোন Antibiotic দিবেন, এই Concept ক্লিয়ার করার আগে জেনে নিই,ASOM এর causative organism কি কি? ASOM সহ প্রায় সব ENT infection হয় নিম্নের ব্যক্টেরিয়া গুলি দিয়ে… 1. Beta Hemolytic streptococcus ( Gram positive)2. H. Influenza (Gram negative)3. Moraxella (Gram negative) […]