
Clinically How Will You Differentiate Subleukemic Leukaemia And Aplastic Anaemia!!
Mediverse Blog
Catagories:
,
6/11/2024 | 2:21:16 PM
Writer : Dr. Mohammad Mosleh Uddin (CMC)
সব Leukemia তেই কি CBC report এ WBC count বেশি পাবো? আচ্ছা এমন কি হয় যে, CBC তে Hb%, RBC, WBC, Platele count সবই কম।
দেখতে মনে হবে যেন Aplastic anaemia. কিন্তু আসলে সেটা Leukemia
. এই Leukemia কে বলে Subleukemic leukemia বলে।

Clinically বুঝার উপায় কি??
যে এটা Aplastic anaemia নাকি Subleukemic leukemia?
Sternum এ একটা চাপ দেন।

যদি bony tenderness থাকে তাহলে suspect করবেন Subleukemic leukemia. আর যদি bony tenderness না থাকে তাহলে suspect করবেন Aplastic leukemia.
Edited By : MOHAMMAD NAHID HASSAN.