
Fexofenadine Pregnancy তে অবশ্যই Avoid করবে !!
Mediverse Blog
Catagories:
,
6/28/2024 | 4:06:22 PM
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
বহুল ব্যবহৃত Fexofenadine এর Pregnancy category -C তাই Pregnancy তেএইটা অবশ্যই avoid করবে,
Safe Antihistamine in pregnancy :
- 1st generation antihistamine.
Chlorpheniramine and Hydroxyzine.
Pregnancy তে চুলকানি জাতীয় allergic condition এর জন্য oral antihistamine মেডিসিন ব্যবহার না করাই ভালো,
Tropical cream যেমন ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করবে, যদি এন্টিহিস্টামিন একান্ত ব্যবহার করা লাগে৷ তাহলে Tab- Histacin 4 mg or Xyril 10 mg ব্যবহার করবে, এই ২ টা safest
আমেরিকান গাইনোকোলোজি এসোসিয়েশন 2nd Generation এন্টিহিস্টামিন ব্যবহার করতে নিষেধ করেছেন,
Fexofenadine তো অবশ্যই নিষেধ, সেকেন্ড জেনারেশন যদি একান্ত use করা লাগে, সেইক্ষেত্রে Cetirizine এর অনুমতি দেওয়া আছে,

loratadine ব্যবহার এ Hypospadiasis দেখা গেছে infant দের, তাই ব্যবহার না করাই ভালো, আর ব্যবহার করলেও First trimester এর পরে ব্যবহার করবে। category -B
- Rupatadine কে ক্যাটাগরি B তে রাখা হয়েছে,
- Bilastine নিয়ে রিসার্চ চলছে..
তাই আপাতত Established safest antihistamine in pregnancy হচ্ছে Histacin and Xyril.
অন্যসব Avoid করবেন।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Misconception Of Pregnancy!!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz আমি যেহেতু গাইনি রোগি বেশি দেখি সুতরাং আজ এই গাইনি রোগী এবং তাদের পরিবারের মানুষের ভ্রানত ধারণা সম্পর্কে কিছু কথা Share করি। জানিনা আপনারা এইসব ভ্রানত ধারনার সম্মুখীন হন কিনা….. গর্ভবতীদের ভ্রানতো ধারনা— ১। ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম খাওয়া যাবেনা, এতে বাচচা বড় হয়ে যাবে তখন নরমাল ডেলিভারী করা যাবেনা। ২। […]

Fetal Movement in Pregnancy !!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz2003-2004 গর্ভকালীন সময় বাচ্চার নড়াচড়া গর্ভবতীকালীন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা মায়ের জন্য, বাচ্চার জন্য এমনকি একজন ডাক্তারের জন্যও গুরুত্বপূর্ণ। কিভাবে?? মায়ের জন্যঃঃ 🔵 একজন মাকে অবশ্যই জানতে হবে তার বাচ্চা দিনে কতবার মুভমেন্ট করবে(নড়াচড়া)?🔵 কত সপ্তাহ থেকে নড়াচড়া বুঝতে/ অনুভব করতে পারবে?🔵 নড়াচড়া না বুঝলে কি করবেন যার ফলে তিনি […]