
History Taking Of Dermatology !!
Mediverse Blog
Catagories:
,
6/29/2024 | 2:52:05 PM
Writer : Dr. Tania Hafiz
আসুন একটু চর্ম রোগ নিয়ে আলোচনা করি। এই চর্ম রোগী চেম্বারে আসলে আমরা কিভাবে History নিবো সেই বিষয়ে কিছু কথা। রোগী আসার পরে তার কি সমস্যা জেনে আক্রান্তস্থান/ lesion দেখে তারপর সেই Related প্রশ্নগুলো করবো।
আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে ” একটা রোগীকে Diagnosis করতে History taking এ ৬০% diagnosed হয়ে যায়, বাকি ৪০% physical examination এবং ল্যাব টেস্টে হয়।”

সেই ” History Taking In Dermatology ” নিয়ে কিছু কথা যা আমাদের পরবর্তীতে চর্মরোগের রোগী আসলে সাহায্য করবে ডায়াগনোসিসে।।।
- History taking…
- Age of the patient.
- Gender.
- Occupation.
- socio-economic condition.
- Water,food contamination.
- Site of lesion (Exact place where lesion arise).
- Number of lesion.
- Duration of the lesion.
- Nature of the lesion. (Papule,pustule, nodule etc etc).
- Any other part of body affected.
- Any other medical diseases.
- Family History/any other family member affected.
- Any Drug history.
- Any pain,itching, burning,discharge history.
- Any seasonal problem.
- Lesion spreading, flare up history.
- Previously attack of this same lesion.
- Ask pt about sensation loss history.
- Any drug taking/use during attack.
- Any food, dust, ornaments allergy, atopic conditions history.
- Any bugs bite history.
- Lesions colour change history.
- Any anorexia, weight loss history.
- Any heat, cold, pressure, sunlight, humidity history.
- Any autoimmune disease history.
- Any sexual exposure history.
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Proper Treatment এর জন্য History কতটা Important !!
Mediverse Blog
রাত ১২ টা বেজে ৩০ মিনিট। ৮০ বছরের বৃদ্ধ। fever, respiratory distress, chest pain, urinary retention, ১ দিনের History। আগের IHD আছে। মেডিকেল কলেজের মেডিসিন এডমিশন রুম। fever, respiratory distress, সব মিলিয়ে ভয়ংকর ব্যাপার! exposure এর কোন History নাই, বা দেয় নাই। ওই রোগীকে, অমুক হাসপাতালে যান। আগের IHD আছে, atleast একটা ECG করা যেত? […]

Open Pores কী, করনীয়/প্রতিরোধ !!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz. 🔴 Open Pores (Skin Problem) : মানুষ সৌন্দর্য সচেতন। আর তাই তারা বাসায় রুপচর্চা করেন, পার্লারে যান সৌন্দর্য বৃদ্ধিসাধনের জন্য, আর ডার্মাটোলজিস্টের কাছে যান ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। আমি এর কোনো কিছুর মধ্যে নাই। আমি শুধু counselling advice দেয়ার জন্য ready। প্রচুর কথা বলি রোগীর সাথে। আর আমার পোস্টগুলোও […]

Dry Vagina এর কারনসমূহ গুলো কী কী !!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz. Dry Vagina এটা একটা কমন সমস্যা, ইদানীং প্রায়ই এই সমস্যা নিয়ে রোগী চেম্বারে আসেন। অনেকসময় অনেকে ফোনেও জানতে চান এর সমাধান। মনে রাখবেন সব সমস্যা ফোনে সমাধান করা যায় না। properly history নেয়া, examination করা, যদি টেস্ট লাগে তাহলে সেগুলো করেই তবে সমাধান মানে চিকিৎসা। আর এই Dry Vagina তে […]