
পেটে ব্যাথা হলে কেনও Ultrasonogram Advice করবেন !!
Mediverse Blog
Catagories:
,
8/7/2024 | 9:45:43 AM
Writer : Dr. Tania Hafiz
2003-2004
পুরুষ/ মহিলা রোগী পেটে ব্যাথা ( তলপেট/উপরপেট, ডানপাশ, বামপাশ, কোমড় Lumber Region ) যেকোনো সাইডেই হোক না কেন অবশ্যই প্রেসক্রিপশনে Ultrasonogram Advice করবেন।
হয়তো গ্যাসের ব্যাথা অথবা Visceral Pain হতে পারে এবং আমি ঔষধও লিখলাম কিন্তুু তারপরও আল্ট্রাসনোগ্রামের কথা প্রেসক্রিপশনে লিখে দিবেন।

কেন🤔🤔??
————————————-
👉 আপনার সেইফটির জন্য। নয়তো এই রোগীই পরবর্তীতে আপনাকে দোষারোপ করবেন এবং বলবেন ডাক্তারসাহেব আপনিতো লিখতে পারতেন আমি করি অথবা না করি সেইটা আমার ব্যাপার।
👉 আপনি ভাবছেন Normal Case কিন্তুু এটা হতে পারে লিভারের সমস্যা/পিত্তথলিতে বা কিডনিতে পাথর/ওভারিয়ান সিস্ট।
👉রোগীর সুবিধার্থে আমরা অনেককিছু ভাবি কিন্তুু তারা আমাদের কথা ভাবেন না। রোগীর আল্ট্রা করতে কিছু টাকা খরচ হবে তাই আমি হয়তো ঔষধ লিখে দিলাম, টেস্ট লিখলাম না। এবং এই রোগী যখন ভালো না হন তখন অন্য ডাক্তারের কাছে যাবেন এবং তিনি যখন আল্ট্রা লিখবেন এবং সেই রিপোর্টে কোনো সমস্যা ধরা পরলে তখন আমার প্রতি রোগীর কোনো ভালো মন্তব্য থাকবেতো নাই এমনকি বড় কোনো সমস্যা ধরা পরলে সরাসরি শাসাতে চলে আসবেন।
👉এখন Fatty Liver, পিত্তথলি বা কিডনিতে পাথর, Fibroid, Ovarian cyst, Hydronephrosis Common সমস্যা, সুতরাং Ultrasonogram রুটিন টেস্ট হিসাবেই ধরে নিন।
👉 মহিলা রোগী তলপেটে ব্যাথা, মাসিক বন্ধ প্লিজ Ultrasonogram must advice করবেন।
সর্বোপরী বলবো রোগী Ultrasonogram করুক বা না করুক আমাকে অবশ্যই প্রেসক্রিপসনের এডভাইসে লিখে দিতে হবে Usg of W/A, or Usg of Pelvic organ/L/A / TVS or USG of KUB, or Usg of HBS etc etc. এটা আমার সেইফটির জন্য। এমনিতেই চুন থেকে পান খসলেই রোগীরা ডাক্তারদের দোষারোপ করে থাকেন।
Edited By : Nahid Hassan
Share this blog to social media:
Tags:
Suggested post

Stress কিভাবে পিরিয়ডে বাধা দিচ্ছে ??
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz (2003-2004) গাইনী রোগী দেখার সময় পিরিয়ড সম্পর্কিত কমন কিছু সমস্যাঃঃ Amenorrhea/ Hypomenorrhoea/ Irregular menstruation এর অনেকগুলি কারন আছে যা আমরা মোটামুটি সবাই জানি। Stress যে এর মধ্যে একটা অন্যতম কারণ এটা কি আমরা জানি ? আর যদি জেনেই থাকি তাহলে এটা কি জানি কিভাবে Stress পিরিয়ডে বাধা দিচ্ছে? Stress is […]

Muscle Cramps: Causes, Diagnosis, Treatments
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) রেহানা ৩৫ বছর বয়স, শরীর দূর্বল, lean and thin একজন মানুষ —পানি কম খায়- দিনে ৪-৫ গ্লাস- গত কিছুদিন থেকে তার সমস্যা, তার ভাষায় — স্যার/ম্যাডাম– হাঁটতে পারিনা, হাঁটতে গেলে পায়ের রগে টান খায়-পায়ে কামড়ায়– ঝিমঝিম করে— রেহানার প্রেশার দেখলেন, প্রেশার 100/60 mmHg. রেহানাকে জিজ্ঞাস […]