
Some Concequence Of Electrolyte Imbalance !!
Mediverse Blog
Catagories:
,
8/16/2024 | 2:47:30 PM
Writer : Dr. Muhammad Mosleh Uddin
(CMC), (FCPS P-1)
Hypercalcemia এর কারণে Pancratitis হতে পারে।
আবার Severe acute pancreatitis এ Hypocalcemia হয়।
Thiazide diuretics, renal stone এর risk কমায় তবে Pancreatitis এর risk বাড়ায়। কারণ Thiazide causes Hypercalcemia.

Loop diuretics, renal stone এর risk বাড়ায় তবে Pancreatitis এর risk কমায়। কারণ Loop diuretic causes Hypocalcemia.


Hypercalcemia & Hypokalemia দুটোই constipation করে বা bowel peristalsis কমায়।
Share this blog to social media:
Tags:
Suggested post

Severe COVID রোগীর Hypokalemia হওয়ার বিষয়টা মাথায় রাখতে হবে!
Mediverse Blog
Writer : ডা. কাওসার, ঢামেক, কে-৬৫ মামুন মিয়ার পা দুটো বেশ কামরাচ্ছে ক’দিন ধরে। হাসপাতালের বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন শুধু। একটু যে হাঁটবেন সে অবস্থাও নেই। একদিকে পায়ে জোর কম, অন্যদিকে করোনা রোগীর বেশি হাঁটাহাঁটি করা বারণ, ভাইরাস ছড়ানোর সম্ভাবনা আছে। ইদানিং আবার তার শ্বাস নিতেও একটু কষ্ট হয়। নিজেই নিজের বাম হাত দিয়ে […]

যারা Immunity বাড়াতে Vitamin C ও D ট্যাবলেট খাচ্ছেন তাদেরকে বলছি !!
Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, কে-৬৫ যারা Immunity বাড়াতে ধুমছে Vitamin C ও D ট্যাবলেট খাচ্ছেন তাদেরকে বলছি, এই calciuria ও ওই oxaluria দুয়ে মিলে হতে পারে calcium oxalate stone! Vitamin C over dose হলে, সে একাই oxaluria করে শরীরে থাকা স্বাভাবিক Ca এর সাথে যুক্ত হয়ে calcium oxalate stone করতে পারে। Vitamin D over dose […]