MediVerse logo
search icon
featured-image

Asthma এবং COPD সময়ে অসময়ে রঙ বদলায়…

Mediverse Blog

Catagories:

,

4/10/2025 | 4:13:32 AM

Asthma vs. COPD – কেন সময়ভেদে বেশি বেড়ে যায়?

🔹অনেক সময় asthma রাতে এবং COPD সকালে বেশি বেড়ে যায়। কেন এমন হয়? চলুন সহজভাবে দেখি!

🌙 কেন Asthma রাতে বেশি হয়?

রাতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণগুলো:

Parasympathetic dominance:

রাতে parasympathetic nervous system বেশি active হয়, ফলে bronchoconstriction (শ্বাসনালি সংকুচিত হওয়া) বেড়ে যায়।


Cortisol level ↓:

Cortisol (natural anti-inflammatory hormone) রাতে কমে যায়,

ফলে inflammation বেড়ে airway hyperreactivity বাড়িয়ে দেয়।


Histamine release ↑:

Histamine রাতে বেশি release হয়, যা bronchospasm (শ্বাসনালি সংকোচন) বাড়ায়।


Postural effect:

শুয়ে থাকার কারণে airway drainage কমে যায়, mucus জমে যায়, ফলে obstruction বাড়ে।

📌 ফলাফল: রাতের দিকে bronchospasm বেড়ে গিয়ে asthma attack trigger করে!

🌅 কেন COPD সকালে বেশি হয়?

সকালে শ্বাসকষ্ট বেশি হওয়ার কারণগুলো:

Mucus accumulation:

রাতে ঘুমানোর সময় mucus clearance কম হয়, ফলে সকালে airway blockage বেশি থাকে।


Morning surge of inflammatory mediators:

সকালে TNF-α, IL-8 বেশি release হয়, যা inflammation বাড়ায়।


Cortisol level lowest:

সকাল বেলার দিকে cortisol level সবচেয়ে কম থাকে, ফলে inflammation বেশি হয়


Airway rigidity:

COPD-তে airway remodeling হয়, সকালে তা বেশি সংকুচিত থাকে, তাই শ্বাস নিতে কষ্ট হয়।

📌 ফলাফল: সকালবেলা COPD patients শ্বাসকষ্ট বেশি অনুভব করে, হাঁপিয়ে যায়।

🚀 সংক্ষেপে বললে –

Asthma → Late Night Aggravation (parasympathetic activity ↑, cortisol ↓, histamine ↑)।
COPD → Early Morning Aggravation (mucus accumulation, inflammatory cytokines ↑, cortisol ↓)

Dr_M_R_Sifat

Share this blog to social media:

Tags:

Suggested post

No post related to the current post. Please click on 'view more' to see more posts

View More
MediVerse Logo