কোন কাশিতে কি সিরাপ Use করবেন?
Mediverse Blog
Catagories:
Academic articles,
MEDICINE
কাশিতে ২ ধরনের মেডিসিন Use হয়-
1. Cough Suppressant / Anti Tussive :
Cough Center কে suppress করার মাধ্যমে কাশি কমায়।
শুকনা কাশির চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে।
শুকনা কাশি হয় মূলত কোনো ভাইরাস জ্বরের পরে কিংবা এলার্জি জনিত কারণে হয়।
বাজারে যে যে সকল পাওয়া যায়-
- Dextromethorphan-(Brofex, Dcof,Dixar)
- Butamirate (Mirakof, Bukof)
এলার্জিজনিত শুকনা কাশি হলে cough suppressant সিরাপের সাথে Anti Histamine tablet ও দেওয়া যেতে পারে।
এলার্জি জনিত কাশিতে বা শুকনা কাশিতে Montelukast ও ব্যবহার হয়ে থাকে।
কেউ কেই Salbutamol, levosalbutamol ইত্যাদিও দিয়ে থাকেন।
কাশিতে এন্টি হিস্টামিন কাজ করতে ২১ দিন সময় লাগে।
2. Productive Cough: যে কাশিতে কফ বের হয়।
Cough Expectorant দিতে হবে।
কফ কে পাতলা করে বের করে নিয়ে আসবে এবং শ্বাসনালী Clear হয়ে যাবে।
যেহেতু এই মেডিসিন ঘণ মিউকাসকে ভেংগে পাতলা করে বের করে নিয়ে আসে, তাই এই Drugs কে মিউকোলাইটিক (Mucolytic) Drugs ও বলা হয়।
Cough Expectorant এর মোট ৪ টা ড্রাগস রয়েছে-
১. Ambroxol (Ambrox,boxol)
২. Bromohexine (Mucolyt, Mucospel)
৩. Acetylecysteine (Capsule, Viscotine 600 mg/Mucomist 600 mg নামে পাওয়া যায়।
একটা ক্যাপসুল আধা গ্লাস পানিতে মিশিয়ে দিনে ২ বার খাবে)
৪. Guaiphenesin Combined ফর্মে ব্যবহার হয়ে থাকে।
**** সর্দির পরে যদি productive cough শুরু হয়, তাহলে এন্টি হিস্টামিন চলমান থাকলে বন্ধ করতে হবে।
কারণ এতে কফ আরো ঘন হয়ে যাবে এবং ফুসফুসে জমে যেতে পারে (Anti Histamin Vasoconstrictor হিসাবে কাজ করে )
Writter : Mufti Dr. Ismail Azhari.
MBBS, MRCP P-1
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Ambrox
Anti tttussive
Brofex
Cough
Monas
Montelukast
Mucolyt
Salbutam
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts