MediVerse logo
search icon
featured-image

Napa / Napa Extra / Napa Extend কখন কোন টা দিবেন?

Mediverse Blog

Catagories:

,

3/19/2024 | 9:51:47 AM

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Napa 500 mg = Paracetamol 500 mg
Napa Extra = Paracetamol 500 mg + 65 mg Caffeine

Napa extend= Paracetamol 665 mg

কখন কোন টা দিবেন?

১… Plane paracetamol 500 mg, এইটার Anti Pyretic action আছে ৷ কারো জ্বর উঠছে, জ্বরে শরীর পুড়ে, তবে তেমন একটা ব্যাথা নাই তাকে Plane Paracetamol 500 mg or 665 mg দিতে পারেন,

Napa 500 and Napa 665 এর মধ্যে কেবল ডোজের পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই

এখন মনে করুন, কারো Painful febrile condition, তাকে কি দিবেন?

পেশেন্ট এসে বললো,
আমার জ্বর, সাথে সর্ব অঙ্গে ব্যাথা, তখন জ্বরের জন্য Paracetamol 500 আর ব্যাথার জন্য Ketorolac দিবেন?

কখনোই না,
কারণ Febrile condition এ এমনিতে GIT irritated হয়ে থাকে, NSAID দিলে acute PUD হতে পারে

তাহলে কি করবেন? জ্বর + সারা শরীর ব্যাথা

Option-1: Analgesic dose of Paracetamol

Paracetamol 500 mg For Adult = এইটা Paracetamol এর Anti pyretic dose,

তাহলে what is Analgesic dose of Paracetamol? Paracetamol 1 gm 6 hourly.

তাহলে জ্বর + সারা শরীর ব্যাথা থাকলে আলাদা NSAID লাগবেনা,
কেবল Paracetamol এর ডোজ বাড়িয়ে দিলেই হবে ৷

Treatment – Tab : Napa 500 mg
2+2+2+2

Option -2 : Napa Extra = Paracetamol + Caffeine

Caffeine এর কাজ কি?

আমাদের ক্লান্তি অবসাদ লাগলে আমরা কি করি? কফি বানিয়ে খাই,
হঠাৎ লঞ্চ ভ্রমণ করতেছেন, ক্লান্তি আসলো, রাত কি দিন, সেই চিন্তা না করে আমরা ক্লান্তি দূর করার জন্য মাঝ রাতেও লঞ্চের বারান্দায় কফি তৈরি করে খাই, যেনো ক্লান্তি দূর হয়, আবার আমাদের মাথা ব্যাথা হলেও আমরা কফি খাই ৷

এক cup কফি তে 100 mg caffeine থাকে, আর একটা Napa extra তে৷ 65 mg Caffeine থাকে, Caffeine এর স্বাভাবিক কাজ হচ্ছে Increase alertness, Remove tiredness, Stimulate CNS to feel environment. .

তাই জ্বরে যদি কারো মধ্যে অতিরিক্ত ক্লান্তি অবসাদ লাগে, কিংবা মাথা ব্যাথা থাকে, কিংবা Mild body ache থাকে, তাহলে তাকে Napa Extra দিবেন, paracetamol + caffeine, Paracetamol জ্বর কমাবে, caffeine ম্যাথা ব্যাথা, শরীর ম্যাজম্যাজ করা কিংবা ক্লান্তি অবসাদ দূর করবে

দৈনিক কয়টা Napa extra খাওয়া যাবে?

দৈনিক ৬ টা,
কারণ caffeine এর FDA recommended dose 400 mg/Daily. একটা Napa Extra তে 65 mg Caffeine থাকে, এই হিসাবে দৈনিক সর্বোচ্চ ৬ টা খাওয়া যাবে

Caffeine এর অন্যান্য কাজ :

It enhance efficacy of paracetamol, তথা প্যারাসিটামল এর efficacy বাড়ায় যখন একসাথে Use করা হয় ৷

সতর্কতা –
Caffeine can Trigger HCL secretion, তাই Napa extra নিলে সাথে PPI নিবে। Plane paracetamol এর সাথে PPI দরকার হয়না।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Suggested post

মাথা ব্যাথার ঔষধ খেয়ে মাথা ব্যাথা !!!

মাথা ব্যাথার ঔষধ খেয়ে মাথা ব্যাথা !!!

Mediverse Blog

Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder -CCR Academy হাসিনা ৩২ বছর বয়স– ওনার সমস্যা মাথা ব্যাথা— মাসে ২-৩ বার মাথা ব্যাথা উঠে, ব্যাথার সময় বমি বমি ভাব হয়-তিনি দোকান থেকে এনে একটা Tufnil খান, খেলে ভালো লাগে— রোদে গেলেই ওনার মাথা ব্যাথা শুরু হয়.গ্রামের মহিলা, রোদে কাজ করা লাগে, তাই তিনি ব্যাথার জন্য […]

Premenstrual Syndrome/ symptoms সম্পর্কে কি জানি !!

Premenstrual Syndrome/ symptoms সম্পর্কে কি জানি !!

Mediverse Blog

Writer : Dr. Tania Hafiz (2003-2004) আমরা সবাই Premenstrual Syndrome/ symptoms সম্পর্কে মোটামুটি জানি। কিন্তুু এটা কি জানি যে —কেন এই ধরনের লক্ষনগুলো/ সমস্যাগুলো আমাদের মেয়েদের হয়?? এর পিছনের কারন কি? আমার রোগীরা যখন জিজ্ঞেস করেন ” ম্যাম কেন এমন ব্যাথা হয়?” আমি এককথায় বলে দেই “হরমোনের পরিবর্তনের জন্য“। কিন্তুু নিজের যখন জানার ইচ্ছা হলো […]

Post operative pain এ Rolac দিবেন নাকি Paracetamol?

Post operative pain এ Rolac দিবেন নাকি Paracetamol?

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) ১২ টাকা দামের একটা Rolac 10 mg যেই পরিমান Pain কমাতে পারে,২ টাকা মূল্যের Napa 1000 mg,(dose একত্রে 1000 mg) একই পরিমান Pain কমাতে পারে, Side effect ও Rolac থেকে অনেক কম। অনেক গুলি রিসার্চে দেখা গিয়েছে,Paracetamol 1000 mg is superior to Rolac 10 mg […]

View More
MediVerse Logo