
Hydronephrosis in pregnancy নিয়ে চিন্তার কারণ দুটো !!
Mediverse Blog
Catagories:
,
4/27/2024 | 6:07:38 PM
Writer : Dr. Mosleh Uddin. (MBBS, CMU) Mentor, MediVerse
প্রায় 68%-100% Pregnancy এই Hydronephrosis develop করতে পারে। এটা usually after 20 weeks of Pregnancy এ হয়। Mostly in Left side এ হয়, তবে right side or Bilateral ও হতে পারে।

যদি patient এর কোন symptoms না থাকে or, Renal function normal থাকে or UTI এর features না থাকে তাহলে Hydronephrosis in pregnancy নিয়ে আমার চিন্তার কারণ নেই আলহামদুলিল্লাহ।
তবে যদি patient এর symptoms persistent or severe হয় or Renal function hamper হয় or UTI এর features থাকে তাহলে আমাকে সেটা manage করতে হবে ইনশা আল্লাহ।
- Hydronephrosis in pregnancy নিয়ে আমার চিন্তার কারণ দুটো।
- এটা recurrent urinary tract infection (specially upper UTI) করতে পারে যেমন: Pyelitis/Pyelonephritis.
- এটা ureteric colic করতে পারে।
Note: False labour pain হিসেবে অনেক সময়ই আমরা Hydronephrosis এর pain কে misdiagnose করি।
এই দুটোই premature labour করতে পারে। তাই যদি Patient এর symptoms থাকে অবশ্যই আমি সেটাকে manage করবো ইনশা আল্লাহ।

Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Misconception Of Pregnancy!!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz আমি যেহেতু গাইনি রোগি বেশি দেখি সুতরাং আজ এই গাইনি রোগী এবং তাদের পরিবারের মানুষের ভ্রানত ধারণা সম্পর্কে কিছু কথা Share করি। জানিনা আপনারা এইসব ভ্রানত ধারনার সম্মুখীন হন কিনা….. গর্ভবতীদের ভ্রানতো ধারনা— ১। ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম খাওয়া যাবেনা, এতে বাচচা বড় হয়ে যাবে তখন নরমাল ডেলিভারী করা যাবেনা। ২। […]

Fexofenadine Pregnancy তে অবশ্যই Avoid করবে !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) বহুল ব্যবহৃত Fexofenadine এর Pregnancy category -C তাই Pregnancy তেএইটা অবশ্যই avoid করবে, Safe Antihistamine in pregnancy : Chlorpheniramine and Hydroxyzine. Pregnancy তে চুলকানি জাতীয় allergic condition এর জন্য oral antihistamine মেডিসিন ব্যবহার না করাই ভালো, Tropical cream যেমন ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করবে, যদি […]

Fetal Movement in Pregnancy !!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz2003-2004 গর্ভকালীন সময় বাচ্চার নড়াচড়া গর্ভবতীকালীন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা মায়ের জন্য, বাচ্চার জন্য এমনকি একজন ডাক্তারের জন্যও গুরুত্বপূর্ণ। কিভাবে?? মায়ের জন্যঃঃ 🔵 একজন মাকে অবশ্যই জানতে হবে তার বাচ্চা দিনে কতবার মুভমেন্ট করবে(নড়াচড়া)?🔵 কত সপ্তাহ থেকে নড়াচড়া বুঝতে/ অনুভব করতে পারবে?🔵 নড়াচড়া না বুঝলে কি করবেন যার ফলে তিনি […]