MediVerse logo
search icon
featured-image

Bones এর কিছু Disease সম্পর্কে আলোচনা !!

Mediverse Blog

Catagories:

,

5/12/2024 | 2:45:27 PM

Writer : ডা. কাওসার
ঢামেক, কে-৬৫

Bones এর কিছু Disease:

  1. Osteoporosis
  2. Paget’s disease of bone
  3. Renal osteodystrophy
  4. Vit D deficient osteomalacia
  5. Hypophosphataemic rickets
  6. Multiple Myeloma

উপরের Disease গুলোতে যেসব biochemical level গুলো abnormal হয় এবং সেসব মুখস্ত করতে যেয়ে আমরা তালগোল পাকিয়ে ফেলি, সেগুলো হল-

  1. Serum Ca
  2. Serum Po
  3. Serum ALP
  4. Serum PTH
  5. Serum Vit D

★★ দেখা যাক কোনটায় কি বাড়ে কমে!!

Serum ALP :
এটি সবগুলো রোগেই বাড়ে Except Osteoporosis (Osteoporosis এ সবগুলো Level normal)
ALP বড়সড় ৩ টা Disease এ একটু বেশিই বাড়ে – Paget, Osteomalacia, Myeloma.

Serum Vit D :
এটি সবগুলো Disease এই Normal থাকে Except Vit D deficient Osteomalacia (নামের মধ্যেই লেখা আছে Vit D deficient)

  1. Osteoporosis
    ★ সবগুলো লেভেলই Normal!
  • উপরের Disease গুলোর মধ্যে সবচেয়ে পরিচিত নাম Osteoporosis. এটি অনেকেরই হয়, বিশেষ করে মহিলাদের, কারণ Oestrogen deficiency. এটি খুব common, এবং খুব common বলেই এটাতে খুব মারাত্মক কিছু হয় না, আর তাই এখানে সবগুলো লেভেলই Normal।
  • তবে অনেকে মনে করেন, সূর্যের আলো শরীরে যারা কম লাগায় তাদের এটা বেশি হয় – কারণ Vit D কম তৈরি হয়, এ কারণে Osteoporosis এ কখনো কখনো শুধুমাত্র Vit D লেভেলটাই কম পাওয়া যেতে পারে।
  1. Paget’s disease of bone.
    ★ Osteoporosis এর মত এখানেও সবগুলো level Normal Except ALP. ALP কেন বেশি? কারণ এখানে বেশি বেশি bone recycling হয়।
  2. Renal Osteodystrophy.
    কিডনির সমস্যা থেকে এটা হয়, ফলে Renal Ca reabsorption কমে যায় – কমে যায় Serum Ca. আর মনে রাখতে হবে Ca কমলে – Po বাড়ে!
    PTH: এই হরমোনের কাজ হল Ca বাড়ানো ও Po কমানো। তাই serum Ca কমলে – PTH secretion বাড়বে।
    অর্থাৎ Renal Osteodystrophy তে কমে যাওয়া Ca বাড়ানোর জন্য Secondary Hyperparathyroidism হবে, অর্থাৎ PTH বাড়বে!
    ★ তাহলে মুখস্ত না করেই বলতে পারি, এখানে Ca কম, Po বেশি, ALP বেশি, PTH বেশি, Vit D Normal।
  3. Vit D deficient Osteomalacia.
    নামটা খেয়াল করি, Vit D deficient, অর্থাৎ Vit D level কম।
    Vit D: এর কাজ হল Ca ও Po এর Absorption (gut) এবং Reabsorption (kidney) দুটোই বাড়ানো।
    তাহলে Vit D deficient Osteomalacia তে Ca আর Po এর অবস্থা কি হবে? খুব সহজ, কমে যাবে! আর Ca কমলে কি হয়? PTH বাড়ে।
    এবার আসি অন্য কথায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ Vit D deficiency তে ভোগে, এরপরেও তাদের blood test করলে অধিকাংশের Ca & Po লেভেল normal পাওয়া যায়।
    তাই ফাইনালি আমরা বলতে পারি, Vit D deficient Osteomalacia তে Ca & Po লেভেল কমে যাবে, কিছু ক্ষেত্রে Normal ও থাকতে পারে।
    ★ তাহলে বলতে পারি, এখানে Ca ও Po কম (Normal ও থাকতে পারে), ALP বেশি, PTH বেশি, Vit D কম।
  4. Hypophosphataemic Rickets
    নামের মধ্যেই লেখা আছে Po কম! Ca এর কোন কথা নামের মধ্যে নাই, তাই Ca Normal থাকবে।
    যেহেতু Ca Normal, তাই PTH ও Normal।
  • কিন্তু Po কেন কম? phosphate Rich খাবার কম খেলে অথবা খাওয়ার পর phosphate binder হিসেবে কাজ করে এমন কোন ওষুধ যেমন Antacid খেলে phosphate absorption কম হয় এবং hypophosphataemic rickets হয়।
  • Rickets এ calcium এবং phosphate দুটোই কম, তাই সেটা শুধু rickets। আর এটায় যেহেতু শুধু phosphate কম তাই এটা হল Hypophosphataemic rickets!
    ★ গুবলেট না পাকিয়েই তাহলে বলতে পারি এখানে Ca Normal, Po কম, ALP বেশি, PTH Normal, Vit D Normal।
  • Multiple Myeloma
    এটি হল plasma cell malignancy. এখানে Bone marrow তে plasma cell এর abnormal multiplication এর পাশাপাশি osteoclast এরও multiplication হয়, বেড়ে যায় osteoclastic activity. যার ফলে bone destruction হয়ে Ca ও Po ব্লাডে চলে আসে, বেড়ে যায় Serum Ca ও Po. আর Ca বেড়ে যাওয়ার জন্য PTH যায় কমে। আর Paget’s এর মত bone recycling এর জন্য ALP যাবে বেড়ে।
    ★ তাহলে কি হল? Ca বেশি, Po বেশি, ALP বেশি, PTH কম, Vit D Normal (Ca ও Po বেশি বেড়ে গেলে, Vit D কমে যেতে পারে)। তবে Myeloma তে এই সবগুলো level অনেকক্ষেত্রে Normal পাওয়া যেতে পারে, তাই ESR >100 mm, plasma protein electrophoresis এ monoclonal band antibody থাকা, bone marrow biopsy তে myeloma cell এর উপস্থিতিই হল Main Diagnostic Clue !

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Suggested post

COVID-19 রোগী হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে! কী করবেন প্রথমে !!

COVID-19 রোগী হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছে! কী করবেন প্রথমে !!

Mediverse Blog

Writer : ডা. কাওসারঢামেক, K-65. COVID-19 রোগী হাসপাতাল বেডে শুয়ে আছে। আপনি তার duty doctor. হঠাৎ দেখলেন তার শ্বাসকষ্ট হচ্ছে! কী করবেন প্রথমে? ★ bronchodilators দিয়ে nebulize করুন। আপনার হাতে হয়তো এছাড়া আর অপশন নেই। তবে অবশ্যই proper protection নিয়ে, করোনা ওয়ার্ডের আলাদা জায়গায়। কারণ এটা aerosol generate করবে, এবং ব্যবহার শেষে machine disinfect করবেন। […]

Adverse Effect Of Ivermectin !!

Adverse Effect Of Ivermectin !!

Mediverse Blog

Writer : ডা. কাওসারঢামেক, K-65. প্রথম গল্প। কলেজের বায়োলজি বই। যেখানে ছিল Filariasis বা Elephantiasis এর ওষুধ হল Diethylcarbamazine. এটা ভাল কার্যকর হলেও তার side effects বেশি। তাই তার বিকল্প একটি ওষুধ ছিল, নাম Ivermectin. দ্বিতীয় গল্প। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক কুকুর। কুকুরের খামার বলা যায়। রাতবিরাতে কোয়ার্টার থেকে যখন ইমার্জেন্সিতে যেতাম, অন্ধকার পথে দলবাঁধা […]

Rapid Dot Blot Test Or RT- PCR ?

Rapid Dot Blot Test Or RT- PCR ?

Mediverse Blog

Writer : ডা. কাওসারঢামেক, K-65. Rapid Dot Blot Test এর sensitivity কম, সময়ের সাথে বাড়ে। তাই শুরুতে false negative হওয়ার chance বেশি। কিন্তু তার specificity বেশি, তাই false positive হওয়ার চান্স কম। দুটো বিষয় compare করে কোন জটিল হিসাব নিকাশে না গিয়ে ছোট্ট একটা example দিই, ধরুন ৫ জন মানুষের suspected exposure আছে, সাথে কিছু […]

View More
MediVerse Logo