
Pregnancy এর সময় কোন ফল দুটি খাওয়া উচিত না !!
Mediverse Blog
Catagories:
,
6/4/2024 | 2:51:05 PM
Writer : Dr. Tania Hafiz
2003-2004
গর্ভকালীন সময় আমরা দুইটা ফলের কথা প্রায়ই শুনি যে খাওয়া মানা/ নিষেধ।
মুরব্বিরা, বিভিন্ন জনের মুখে, এমনকি অনেক ডাক্তারও Advice করেন না খাওয়ার জন্য।
সেই ফল ২টি হলোঃ
১। পেপে (মুলত কাচা পেঁপে)
২। আনারস

কেন এই নিষেধ🤔???
কি আছে এই ফল ২টিতে🤔???
গর্ভকালীন সময়ে খেলে কি ক্ষতি হতে পারে🤔???
আসুন জানি সংক্ষিপ্ত আকারে –
Papaya (Unripe)
It contain Enzyme “Papain” and “Latex”

👉”Latex”
⬇
Causes uterine contraction
⬇
Leading to Early labor
👉”Papain”
⬇
Which release Prostaglandin
⬇
Causes induced abortion
It also weaken vital membranes that support the fetus.
Pineapple
It contain Enzyme “Bromelain”
⬇
Which breakdown the tissue of cervix
and causing the cervix to soften
⬇
Stimulating labour
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Misconception Of Pregnancy!!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz আমি যেহেতু গাইনি রোগি বেশি দেখি সুতরাং আজ এই গাইনি রোগী এবং তাদের পরিবারের মানুষের ভ্রানত ধারণা সম্পর্কে কিছু কথা Share করি। জানিনা আপনারা এইসব ভ্রানত ধারনার সম্মুখীন হন কিনা….. গর্ভবতীদের ভ্রানতো ধারনা— ১। ভিটামিন, আয়রন, ক্যালশিয়াম খাওয়া যাবেনা, এতে বাচচা বড় হয়ে যাবে তখন নরমাল ডেলিভারী করা যাবেনা। ২। […]

Fexofenadine Pregnancy তে অবশ্যই Avoid করবে !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) বহুল ব্যবহৃত Fexofenadine এর Pregnancy category -C তাই Pregnancy তেএইটা অবশ্যই avoid করবে, Safe Antihistamine in pregnancy : Chlorpheniramine and Hydroxyzine. Pregnancy তে চুলকানি জাতীয় allergic condition এর জন্য oral antihistamine মেডিসিন ব্যবহার না করাই ভালো, Tropical cream যেমন ক্যালামিন লোশন ইত্যাদি ব্যবহার করবে, যদি […]

Fetal Movement in Pregnancy !!
Mediverse Blog
Writer : Dr. Tania Hafiz2003-2004 গর্ভকালীন সময় বাচ্চার নড়াচড়া গর্ভবতীকালীন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা মায়ের জন্য, বাচ্চার জন্য এমনকি একজন ডাক্তারের জন্যও গুরুত্বপূর্ণ। কিভাবে?? মায়ের জন্যঃঃ 🔵 একজন মাকে অবশ্যই জানতে হবে তার বাচ্চা দিনে কতবার মুভমেন্ট করবে(নড়াচড়া)?🔵 কত সপ্তাহ থেকে নড়াচড়া বুঝতে/ অনুভব করতে পারবে?🔵 নড়াচড়া না বুঝলে কি করবেন যার ফলে তিনি […]