MediVerse logo
search icon
featured-image

History and Examination of Breathlessness !!

Mediverse Blog

Catagories:

,

6/11/2024 | 2:37:52 PM

কোন patient আপনার কাছে Breathlessness নিয়ে আসলো, এখন এই Breathlessness টা Heart related কিনা তা বুঝার জন্য আমরা ৬ টা history নিবো এবং ৪ টা clinical examination করবো ইনশা আল্লাহ .

📎 History taking :

  • 📌 আপনার কি আগে কখনো Heart attack হয়েছিল?
  • 📌 HTN, DM আছে?
  • 📌 রাতে তীব্র শ্বাসকষ্টে হঠাৎ ঘুম ভেংগে যায়,এমনটা হয়?
  • 📌 শ্বাসকষ্ট কোন Position এ বেশি লাগে?
  • (শোয়া অবস্থায় বেশি লাগলে, Heart related হওয়ার possibility বেশি। তবে অন্যান্য কারণেও হতে পারে)
  • 📌 কাশি কোন Position এ বেশি হয়?
  • (Heart related cause এ সাধারণত Dry cough হয় due to pulmonary edema. এবং শোয়া অবস্থায় cough বাড়ে।
  • তবে Pink color frothy sputum ও বের হয় ALVF এর ক্ষেত্রে)

📎Clinical examination :

  • No Wheezing.
  • Abnormal apex beat.
  • Third heart sound.
  • Mitral regurgitation murmur.
  • Early & Mid-inspiratory fine crackles…

Edited By : MOHAMMAD NAHID HASSAN.

Share this blog to social media:

Tags:

Suggested post

Proper Treatment এর জন্য History কতটা Important !!

Proper Treatment এর জন্য History কতটা Important !!

Mediverse Blog

রাত ১২ টা বেজে ৩০ মিনিট। ৮০ বছরের বৃদ্ধ। fever, respiratory distress, chest pain, urinary retention, ১ দিনের History। আগের IHD আছে। মেডিকেল কলেজের মেডিসিন এডমিশন রুম। fever, respiratory distress, সব মিলিয়ে ভয়ংকর ব্যাপার! exposure এর কোন History নাই, বা দেয় নাই। ওই রোগীকে, অমুক হাসপাতালে যান। আগের IHD আছে, atleast একটা ECG করা যেত? […]

History Taking Of Dermatology !!

History Taking Of Dermatology !!

Mediverse Blog

Writer : Dr. Tania Hafiz আসুন একটু চর্ম রোগ নিয়ে আলোচনা করি। এই চর্ম রোগী চেম্বারে আসলে আমরা কিভাবে History নিবো সেই বিষয়ে কিছু কথা। রোগী আসার পরে তার কি সমস্যা জেনে আক্রান্তস্থান/ lesion দেখে তারপর সেই Related প্রশ্নগুলো করবো। আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে ” একটা রোগীকে Diagnosis করতে History taking এ ৬০% […]

View More
MediVerse Logo