MediVerse logo
search icon
featured-image

Investigations Of Rheumatoid arthritis !!

Mediverse Blog

Catagories:

,

8/14/2024 | 4:11:40 PM

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে,

বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা।

আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ ব্যাথা, তাহলে suspected diagnosis of Rheumatoid arthritis.

৩ টা পরিক্ষা দিবেন.

  • R/A factor.
  • Anti ccp.
  • X ray hand and feet.

R/A factor ৩০ % Patient এ Negative আসতে পারে,

তাই অবশ্যই Anti CCP দিয়ে Confirm হয়ে তারপর চিকিৎসা শুরু করবেন

Anti-CCP এর একটা বিশেষ সুবিধা আছে, রোগ হবার ১০ বছর আগে থেকেই এইটা Positive হতে পারে,

তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা যায়, ডায়াবেটিস যেমন IHD এর ঝুকি বাড়ায়, ঠিক তেমন RA হলেও IHD ঝুকি বাড়বে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

Mediverse Blog

Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Concept Regarding- Moxaclav !!

Concept Regarding- Moxaclav !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]

View More
MediVerse Logo