
বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Catagories:
,
8/24/2024 | 6:57:20 PM
Writer : Dr Ismail Azhari
MBBS, MRCP (London, UK)P-1
Founder - CCR Academy
বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-
তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে-
এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়-

বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের সংস্পর্শে এসে এই ধরনের itching করতে পারে- কারো কারো itching থেকে সেকেন্ডারি infection হতে পারে-
Secondary Infection হলে চুলকানির সাথে সাথে
পুঁজ জমতে পারে সাথে ব্যাথা থাকবে–
মোট কথা ২ টা Condition হতে পারে-
১. শুধু চুলকানি + Rash- কোনো ব্যাথা আর পুঁজ নাই-
এইটার Diagnosis হবে irritant contact dermatitis
চিকিৎসা — Topicort cream / Betson cream,
অথবা Dermasol cream-
শরীরের বেশী জায়গায় হলে Topicort cream..
আর অল্প কিছু জায়গায় হলে Dermasol cream.

বাচ্চাদের ক্ষেত্রে শুধুমাত্র Topicort cream.
ব্যবহার – আক্রান্ত স্থানে দিনে ২ বার লাগাবেন- ৭-১০ দিন
সাথে একটা Antihistamine tablet- histacin/Fexo
ইত্যাদি দিবেন-

২.. চুলকানি + ব্যাথা + পুঁজ = এই ক্ষেত্রে Diagnosis হবে
ICD with secondary skin infection –
এই ক্ষেত্রে Topical antibiotics add হবে,
কারো ক্ষেত্রে Systemic Antibiotic লাগতে পারে-
উপরের চিকিৎসার সাথে Bactrocin cream দিনে ২ বার
৭ দিন-

আর Infection এর পরিমান বেশি হলে খাবার Antibiotic দিতে হবে সাথে-
Flucloxacillin 6 hourly অথবা Cefadroxil 500 mg দিনে ২ বার করে ৭ দিন-
Blog টা সবাই কপি করে নিজ টাইম লাইনে দিতে পারেন– আল্লাহ সবাইকে সুস্থ রাখুন-
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]