
সময় অসময় Anti Coagulant খাবার কুফল!!
Mediverse Blog
Catagories:
হাবিজাবি সিরিজ
Writer : ডা. কাওসার
ঢামেক, K-65.
জরিনার এইমাসে মাসিকে রক্ত বেশি যাচ্ছে।
জরিনার বোন রহিমার প্রথম বাচ্চাটা Abortion হয়ে গেল।
জরিনার মা মর্জিনা দাঁত ব্রাশ করে দেখে মুখ ভর্তি রক্ত। হাঁচি দিলে নাক দিয়েও হালকা রক্ত আসে। গায়ে লাল ছোপ ছোপ।
জরিনার বাপের দীর্ঘদিনের পেটের আলসারের সমস্যা। দুই দিন ধরে তার আলকাতরার মত কাল পায়খানা হয়।
জরিনার বড় ভাই, বাইক চালাতে যেয়ে Accident করেছে। তারা কাঁটা জায়গা দিয়ে রক্ত যাচ্ছেই, সহজে বন্ধ হচ্ছে না।
জরিনার দাদার কয়েক মাস আগে Haemorrhagic Stroke হইছিলো, তারপর ভালই ছিল। হুট করে সেই আগের মত, আবার বুঝি স্ট্রোক করছে।
জরিনা পরিবারের করোনা ভীতি বেশি। তাই তারা সবাই বাড়িতে বসে oral anticoagulant Rivaroxaban খেয়েছিল, বাকিটা ইতিহাস!

কিছু Adverse effects খুব কম, কিছু আবার খুবই বেশি। oral anticoagulant নিরুৎসাহিত করা হচ্ছে। তারপরও কেউ যদি বাড়িতে অতি উৎসাহী হয়ে খেতে চান, it’s upto you!
ডা. কাওসার
ঢামেক, কে-৬৫
Share this blog to social media:
Tags:
Anti Coagulant
Bleeding
Habijabi
Rivarox
Rivaroxanan
Suggested post
No post related to the current post. Please click on 'view more' to see more posts