Davidson Batch

DAVIDSON BATCH নিয়ে যত জিজ্ঞাসা..

ইন্টার্নশিপ শুরু কিংবা শেষ, যাদের লক্ষ্য FCPS কিংবা MRCP তাদের প্রিপারেশনের সবথেকে গুরুত্বপূর্ন অংশ DAVIDSON,

প্রথমেই বলে রাখি এটা কোনো দাগিয়ে দেওয়া ব্যাচ না, তাই যারা শর্ট কাটে কয়েকটা লাইন দাগিয়ে নিয়ে, চোখ মুখ বুজে মুখস্থ করে এক্সাম পার করতে চান তারা এই পোস্টটা স্কিপ করলেও পারেন।

মূলত এটা একটি Elaborative ব্যাচ, যেখানে ১০০+ ক্লাস থাকবে ইনশা আল্লাহ

প্রথম ৮২ + ক্লাসে আমরা চেষ্টা করবো পুরো ডেভিডসন কে ভেঙ্গে ভেঙ্গে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবার।
এরপরে ১৫+ বুস্টার ক্লাস থাকবে যেগুলো তে আরেকবার রিভিশন করা হবে।


অর্থাৎ এই Davidson ব্যাচে আপনি আমার সাথে 2 বার ডেভিডসন পড়বেন ইনশা আল্লাহ্। একবার খুব ভালো করে mechanism, cause এসব বুঝে , visual representation দেখে

আরেকবার সামারি আকারে, exam oriented review হিসেবে।

তাই যাদের আসলেই পড়াশোনা ভালো করে করার মত ইচ্ছা আছে তারাই কেবল এই ব্যাচে ভর্তি হবেন।

পাশপাশি কিছু প্রশ্নের উত্তর দিয়ে রাখি -

১. ক্লাসগুলো রেকর্ড নাকি লাইভ ?
- ক্লাসগুলো রেকর্ডেড , তবে প্রয়োজন বিশেষে আপনাদের কনফিউসন থাকলে লাইভ ক্লাস ও নেওয়া হবে ইনশা আল্লাহ্। রিভিউ ক্লাসগুলো লাইভ নেবার চেষ্টা করা হবে।

২. ভর্তি হলেই কি সব রেকর্ডিং পাব?
- হ্যাঁ, ভর্তির সাথে সাথে ৮২ টি ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন ইনশা আল্লাহ। যখন খুশি তখন আপনার ইচ্ছামত ক্লাস করতে পারবেন।

৩. কবে থেকে কোর্সটি শুরু হবে?
- আগামী ১ নভেম্বর থেকে যেদিন থেকে আপনি কোর্স কিনবেন সেদিন থেকেই আপনি ক্লাস শুরু করতে পারবেন ইনশা আল্লাহ।

৪. কয়দিন পর্যন্ত রেকর্ডিং থাকবে?
- কোর্স কিনার এক বছর পর পর্যন্ত অ্যাকসেস থাকবে ইনশা আল্লাহ্, এরপরেও মাত্র ১০% কোর্স ফি দিয়েই জয়েন করতে পারবেন পরের ব্যাচে।

৫. ক্লাসগুলো কোথায় হবে?
- আমাদের ওয়েবসাইটে ক্লাসগুলো হবে ইনশা আল্লাহ্।

৬. কোনো কনফিউসন থাকলে বা প্রশ্ন থাকলে কি করব?
- কোনো চিন্তা নেই, আমাদের ডেডিকেটেড চ্যাটবক্স থাকবে ইনশা আল্লাহ। আপনি সেখানে আপনার প্রশ্ন যে কোনো সময়েই করতে পারবেন।

৭. এক্সাম নেওয়া হবে কোনো?
- নাহ, রেগুলার এক্সাম নেওয়া হবে না।
- তবে ইম্পর্ট্যান্ট সিস্টেম গুলো থেকে এক্সাম নেওয়া হবে ইনশা আল্লাহ্।
- পাশপাশি গ্রুপে রেগুলার #passmedicine এবং #passtest থেকে কুইজ নেওয়া হবে ইনশা আল্লাহ্


৮. এটা কি পুরো FCPS প্রিপারেশন কাভার করবে?
- Davidson batch এ পুরো FCPS prep কাভার না হলেও ৮০% কাভার হয়ে যাবে ইনশা আল্লাহ্।
- তবে আপনি চাইলে আমাদের FCPS P-1 batch এও ভর্তি হতে পারেন, সেখানে (Davidson batch+ biostatistics+ Basic Physiology এর উপরে ক্লাস থাকবে ইনশা আল্লাহ্) । এই ব্যাচে ভর্তি হতে চাইলেও কমেন্ট করে রাখবেন।

৯. আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, আমি কি ডিসকাউন্ট পাবো?
- জ্বি সত্যিই আপনি ফিনান্সিয়াল ভাবে দুর্বল হয়ে থাকলে আপনার জন্যে স্কলারশিপ থাকবে ইনশা আল্লাহ্। স্কলারশিপ ফর্ম এর জন্যে MediVerse পেজে নক দিবেন।

Mentor:

mentor

Dr. M R Sifat | 14-15

MBBS(DMC), BCS (Health), FCPS P-1 (Medicine), MRCP P-1(UK))

Surprisingly 28% of the students liked this course

Course Info

mentor

Level

postGrad

play

Total class

98

user

Already Enrolled

18

trade

Course Fee

BDT 7570

BDT 5072

Enroll now

Students Review

Anonymous | Anonymous

Alhamdulillah vaia ato vlo lagse cls gula..proti ta topic dhore dhore ato shundr vbe bole dan! cls gula record thakr jnno amr r o subisha hoi jokhn ee porte gale problem hoi abr deikha nite pari..pdf gula dagano thaikai r porar somoi imp topic gula dagano thakr jnno khub sohoj vbe dhorte pari.zajakallah khair vaia

Anonymous | Anonymous

আদাভ ভাইয়া, আজকের ক্লাসটা আরো বেশি সাবলীল লেগেছে।নতুন নতুন ডেভিডসন পড়তেছি তাই একটু সমস্যা হচ্ছিলো কিন্তু আপনার ক্লাস করে কন্সেপ্ট ক্লিয়ার হচ্ছে,আর কোন পেইজ থেকে কি কি পড়া লাগবে তাও বুঝতে পারতেছি। ধন্যবাদ ভাইয়া।

Anonymous | Anonymous

আলহামদুলিল্লাহ ভাইয়া, প্যাথোফিজিওলজি সরকারে যেভাবে বুঝাইছেন আশাকরি অনেক দিন মনে থাকবে, আর বুঝতে অনেক সহজ হয়েছে ধন্যবাদ আপনাকে

Anonymous | Anonymous

অসাধারণ মা শা আল্লাহ্। প্রতিটি ব্যাপারের ব্যাখ্যা ক্লিয়ার করে, ছবি দেখিয়ে পড়ানো হয়েছে। মা শা আল্লাহ্, খুব ভালো লেগেছে। সব সময় ডেভিডসনের ছবি, চার্ট মুখস্থ করার কথাই শুনেছি। মেডিভার্সেই দেখলাম ধরে ধরে সব ব্যাখ্যা বলছে। কন্সেপ্ট বেইজ পড়ানো হবে বলা হয়েছিলো, কথা খুব ভালো ভাবে রাখছেন ভাই। ৩ ঘন্টা ক্লাস করেও বোরিং লাগে নাই। জাঝাকুমুল্লাহ খাইর র‍্যাম্ফিট মেডিভার্সকে।

Anonymous | Anonymous

কনসেপ্ট বেইজ পড়ানোর জন্য ভাইকে আল্লাহ্ তা'লা অনেক জাঝা খায়ের দান করুন। শুধু দাগানোর মতো পড়ানো না, বরং বুঝানোর পরে দাগিয়ে পড়ানোর স্টাইল খুব ভালো লেগেছে। পুরো আড়াই ঘণ্টায় ছিলাম, একটুও বোরিং লাগে নাই। তবে লাস্টে মাথা হ্যাং হয়ে গেছিলো। খুব সম্ভবত অভ্যাসের অভাবে! বিহাইন্ড দ্যা ক্লাস - আমাদেরকে আগেই পরে রাখার জন্য প্রেসার দেয়ার খুবই উপকারী ছিলো মা শা আল্লাহ্। নইলে কখনোই এতো সিরিয়াসলি বসা হতো না। নোট, পিডিএফ সবটাই খুব গুছানো, সুন্দর, মনে রাখার মতো। আমাদেরকে বারবার নক করে করে ভাইয়ের পড়ানোর আন্তরিক চেষ্টা আল্লাহ্ কবুল করুন। RAMFIT Mediverse এর প্রথম ব্যাচের আমাদের সবার চেষ্টা ও পরিশ্রম আল্লাহ্ কবুল করে নিন। আমাদের পাশ করিয়ে দিন। জাঝাকুমুল্লাহ্ খাইর।

Anonymous | Anonymous

Vaiya Davidson Je ato Sundor Kore Pora Jay Apnar class gulo Dekhle bujha jay ,, Class korar Por boi Khulle topic gulo Akdom golper Moto lage ... ❤️❤️❤️

There is no class on this course

MediVerse Logo