
Sulfonylureas দিলে ৫ টা বিষয় মাথায় রাখবেন।
Mediverse Blog
Catagories:
,
4/14/2024 | 7:22:06 PM
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
যখন কাউকে Sulfonylurea (Dimerol. Comprid SR) ইত্যাদি দিবেন অবশ্যই ৫ টা বিষয় মাথায় রাখবেন।
1. এই ড্রাগ গুলি SIADH ( Syndrome of inappropriate antidiuretic hormone ) করে, অর্থাৎ ADH secretion বাড়িয়ে দেয়,
তখন কি হয়? Body তে Fluid ধরে রাখে। dilutional Hyponatremia হতে পারে।
2. যেহেতু Body তে Fluid ধরে রাখে, তাই Heart failure এ এইটা দেওয়া যাবেনা–
3. এইগুলি খাবার রুচি বাড়িয়ে দেয়, এবং ওজন বাড়ায়, তাই obesity তে এইগুলি দেওয়া হয়না, এমন কি IHD risk বাড়ায়,
4. Liver function abnormal করে,
5. Hypoglycaemia করে

Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

Adverse Effect Of Ivermectin !!
Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. প্রথম গল্প। কলেজের বায়োলজি বই। যেখানে ছিল Filariasis বা Elephantiasis এর ওষুধ হল Diethylcarbamazine. এটা ভাল কার্যকর হলেও তার side effects বেশি। তাই তার বিকল্প একটি ওষুধ ছিল, নাম Ivermectin. দ্বিতীয় গল্প। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক কুকুর। কুকুরের খামার বলা যায়। রাতবিরাতে কোয়ার্টার থেকে যখন ইমার্জেন্সিতে যেতাম, অন্ধকার পথে দলবাঁধা […]

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]