MediVerse logo
search icon
featured-image

Alopecia areata কি?

Mediverse Blog

Catagories:

,

5/2/2024 | 6:57:59 PM

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

চুল ঝরে পড়া একজন মানুষের জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, মানুষের সৌন্দর্যের অন্যতম হচ্ছে পুরো মাথা জুড়ে কালো চুল।

• Alopecia areata কি?

  • এটি একটি Auto immune diseaseHair follicle কে আক্রান্ত করে Hair loss induce করে, এখানে Patch আকারে Hair loss হয়
Alopecia Areata | Skinessence
  • দেখা যাবে, scalp এর একটা নির্দিষ্ট জায়গা জুড়ে hair loss হয়ে আছে, তবে কোনো scaly or flaky lesion থাকেনা

কারণ:

Genetic কারণে Alopecia areata হতে পারে।

• আবার কিছু কিছু রিসার্চে দেখা গেছে, ভিটামিন বি এবং ডি এর অভাবও Alopecia areata aggravate করতে পারে

Alopecia areata চিকিৎসা —

  • A. topical steroid (Clobetasol ointment)

BD dose —12weeks

  • B. Intra lesional Triamcinolone in severe case

( Trialon inj, 2-3 Weeks apart for 8 Weeks )

• Topical Minoxidil

(Hair grow 2%/ xenogrow 2% Scalp lotion নামে পাওয়া যায়।দিনে ২ বার করে ১২ সপ্তাহ)

• Tab. Floriz 1000 mcg (vit-B7)

1+0+1 (3 month).

Floriz 5000 | Arogga medicine

Cap- D-rise 20000 IU

( সপ্তাহে ১ টা করে 12 weeks) [ in case of vitamin D deficiency ]

Multivitamin

Control এ আসার পর Healthy Lifestyle maintain করতে হবেStress মুক্ত থাকতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

Mediverse Blog

Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!

Investigations Of Rheumatoid arthritis !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!

Concept Regarding- Moxaclav !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]

View More
MediVerse Logo