
ডেঙ্গু রোগীকে এন্টিবায়োটিক দেওয়ার কোন দরকার আছে ?
Mediverse Blog
Catagories:
,
5/6/2024 | 5:13:41 PM
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
এখন ডেঙ্গু চলতেছে,
ডেঙ্গু রোগীকে এন্টিবায়োটিক দেওয়ার কোন দরকার নাই
৩ টা এন্টিবায়োটিক আছে৷ platelet কমায়,
- 1.. Penicillin group.
- 2.. Sulphonamide group.
- 3.. Rifampicin.

NSAID and Heparin dengue তে contraindicated… Dengue তে অনেক Severe Headache হয়, এই ক্ষেত্রে Naproxen /Tufnil দিলে Headache খুব দ্রুত ভালো হতে পারে, But it can lead to death of a patient…. Due to hemorrhage
So never use any Tufnil or Naprosyn or any NSAID in dengue
- Carbamazepine and valproate drugs induced Immuno thrombocytopenia করে, so avoid in dengue.
- Diuretics এর মধ্যে frusemide thrombocytopenia করতে পারে, should be avoided. Except incase of fluid overload (ARDS)
Dengue তে Severe Headache হয়, শুধু Napa তে না কমলে Tramadol -paracetamol এর Combination দেওয়া যেতে পারে…. এই ছাড়া অন্য কোনো NSAID দেওয়া যাবেনা।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

NSAID ক্যান্সার প্রতিরোধ করে, কিন্তু কিভাবে??
Mediverse Blog
Writer : ডা. কাওসারঢামেক, K-65. NSAID, GIT তে কিছু ক্যান্সার প্রতিরোধ করে! PPI, GIT তে কিছু ক্যান্সার সৃষ্টি করে! এ দুটো লাইন লেখার উদ্দেশ্য, NSAID নিয়ে আমাদের যত ভীতি, রোগীদের যত ভয়, সেই তুলনায় PPI (proton pump inhibitor) নিতান্তই গোবেচারা নিরাপদ একটি ড্রাগ! রোগীরা মুড়ির মত পাতায় পাতায় ফার্মেসি থেকে PPI কিনে খায়! প্রেসক্রিপশন মানে, […]

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]