MediVerse logo
search icon
featured-image

Onychomycosis এর চিকিৎসা !!

Mediverse Blog

Catagories:

,

5/14/2024 | 5:56:30 PM

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

Onychomycosis
Onycho মানে Nail
Mycosis মানে Fungal infection

Onychomycosis মানে Fungal infection of Nail..

নখের মধ্যে কোনো Fungal infection হলে এইটাকে Onychomycosis বলে।
অবাক করার বিষয় হচ্ছে,
10% of Total fungal infection হচ্ছে Onychomycosis.

Ratio :
10% in entire population
যাদের বয়স ৬০ এর বেশি, তাদের মধ্যে ২০% এর Onychomycosis এর ঝুঁকি থাকে।
আর যাদের বয়স ৭০+ তাদের মধ্যে ৫০% ঝুঁকি থাকে। so এইটা সমপর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিৎ।

কি কি Organism দিয়ে হয়?

Dermatophyte and Candida দিয়েই হয়ে থাকে।
  • Dermatophyte 90%
  • আর candida 10%

উপসর্গ

  • Nail thick হয়ে যায়,
  • Discoloration, নখের নিচে সাদা পাউডার এর মত দেখা যেতে পারে…
  • Whitish to yellow Brown discoloration হতে পারে,।
  • এক সময় nail bed থেকে separation হয়ে যায়।

একটা কথা মনে রাখা চাই –

Onychomycosis বা nail fungal infection এর Sign Symptoms একবারে Psoriatic nail এর মত। দুইটার মধ্যে প্রার্থক্য করা অনেক জটিল বিষয় :

Psoriatic nail.

কিছু বিষয় মনে রাখা চাই,
psoriasis mainly Finger nail এ হয়,
আর Onychomycosis টা Toe nail এ হয়।

Onychomycosis এর উপসর্গ হচ্ছে
Nail separation from nail bed with thickening of nail with discoloration. psoriasis Exclude করতে পারলে Diagnosis করা সহজ হয়ে যাবে।

Psoriatic nail এর মধ্যে Nail এ pits/ ছোট ছোট গর্ত তৈরি হয়, যা Onychomycosis এ হয়না। যাদের psoriatic nail হয়, তাদের শরীরের অন্যান্য জায়গাতেও psoriatic lesion থাকতে পারে।
Foul smelling :: Psoriatic nail এর মধ্যে কোনো foul smelling থাকবেনা,

তবে fungal nail এর মধ্যে Foul smelling হবে।

তাহলে কথা দাড়ালো কি?

Yellow colour nail + Pits in nail + No foul smelling + Psoriatic lesion in other area of body + separation of nail from nail bed then Diagnosis: Nail psoriasis.

আর যদি Discoloration + thickening + No pits + no white spot or vertical or transverse line in nail…+ foul smelling
তখন Onychomycosis.

যে যাই বলুক না কেনো-
American Family physician থেকে একটা জার্ণাল প্রকাশ করা হয়,

যেখানে বলা হয়,

Nail psoriasis and nail fungal infection almost same sign symptoms.

তাই Diagnosis করার উপায় হচ্ছে

  • Nail clipping করে KOH দিয়ে ল্যাব টেস্ট করে ফলাফল এর ভিত্তিতে মেডিসিন শুরু করতে হবে।
  • Just physical examination এর ভিত্তিতে Diagnosis করে এন্টি Fungal শুরু করা উচিত না।

কি কি Anti Fungal ব্যবহার করতে হবে?

 Topical and systemic.

★ Topical :
Ciclopirox solution
নখের উপরে ও নিচে (ভিতরের দিকে) ব্যবহার করতে হবে দিনে ১ বার ৬ মাস।

★ Systemic:

Tab: Terbinafine 250 mg
0+0+1 (6 week for finger nail)
0+0+1 (12 week for toenails)

অথবা Tab: Itraconazole 200 mg Daily
0+0+1 (6 weeks for Fingernail)
0+0+1 (12 weeks for toenails)

অথবা Tab: Fluconazole 200 mg weekly
0+0+1(6 month for fingernail)
0+0+1(12 month for Toenails)

  • Success rate:
  • 25% কোনো ঔষধ এ কাজ করেনা
  • Terbinafine এর Cure rate =76%
  • Itraconazole = 69%
  • Fluconazole =45 %

যে কোনো Anti Fungal Liver Damage করতে পারে, তাই Prescription এর আগে Liver Function Test করে নিতে হবে।

Pregnancy ক্ষেত্রে শুধু Topical ব্যবহার করবে।

Edited By : Nahid Hassan.

Share this blog to social media:

Tags:

Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

Mediverse Blog

Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!

Investigations Of Rheumatoid arthritis !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!

Concept Regarding- Moxaclav !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]

View More
MediVerse Logo