MediVerse logo
search icon
featured-image

Treatment Of UTI !!

Mediverse Blog

Catagories:

,

5/28/2024 | 2:37:41 PM

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)

OPD তে অনেক female patient পাবেন, তাদের কয়েকদিন পরপর UTI হয়, এখন এইটাকে কখন Recurrent UTI বলা হবে?

কারো যদি ৬ মাসে ২ বারের বেশি,
১ বছরে ৪ বারের বেশি UTI হয়, তবে এইটাকে Recurrent UTI বলে।

Acute Treatment ৭-১৪ দিন চলবে,

Prophylaxis হিসাবে —

  • Trimethoprim 100 mg at night (1st choice)
  • Nitrofurantoin 50 mg… (2nd choice)
  • 0+0+1 চলবে ৬ মাস,
  • সাথে Capsule – Cran-B 300 mg
  • 1+0+1 ( ৬ মাস)

শুধু incepta কোম্পানি তৈরি করেছে এইটা..

  • আর প্রতিদিন ২ লিটার পানি খাবে,

Advice for

  • Emptying bladder before and after sexual intercourse..
  • Maintain personal hygiene.
  • Use toilet paper forward to backward..
  • Urine hold করে রাখবেনা,

Edited By : Nahid Hassan

Share this blog to social media:

Tags:

Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!

Mediverse Blog

Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!

Investigations Of Rheumatoid arthritis !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!

Concept Regarding- Moxaclav !!

Mediverse Blog

Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]

View More
MediVerse Logo