
Psoriasis এর Updated চিকিৎসা !!
Mediverse Blog
Catagories:
,
6/11/2024 | 2:00:36 PM
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
একটা Psoriasis এর Patient কে যখন আপনি চিকিৎসা করবেন :

১.. Regular emollient for life long.
২.. Dermasol cream
সকালে ১ বার, (৪ সপ্তাহ)

৩.. Dyvon cream
সন্ধ্যায় একবার (৪ সপ্তাহ)

৪ সপ্তাহ পরে আসতে বলবেন Followup —
যদি ভালো হয়ে যায়, তাহলে
Emollient regular চলবে,
আর Dermasol সোমবারে একদিন,
dyvon শুক্রবার একদিন করে নিয়মিত চলবে (৩-৬ মাস)
এইটাকে Maintainance Treatment বলে, এইটা দিবে যেনো Relapse না হয়,
৪ সপ্তাহ পরে আসলো, ভালো হলোনা,, কি করবেন—-
- Cream: Dermasol
সকালে একবার (৮ সপ্তাহ) - Cream: Dyvon
সকালে + সন্ধায় (৮ সপ্তাহ)
৮ সপ্তাহ পরে Followup –
যদি ভালো হয়ে যায়, তাহলে Maintainance Therapy (৬ মাস)
আর যদি ভালো না হয় তাহলে–
- cream: dermasol
সকালে + সন্ধ্যায় (৮ সপ্তাহ) - Cream: dyvon
সকালে + সন্ধায় (৮ সপ্তাহ)
যদি ভালো হয়ে যায়, তাহলে
Emollient regular চলবে,
সাথে Maintainance Therapy ৩-৬ মাস
Dermasol and Dyvon BD করার পরেও যদি ভালো না হয়, তাহলে এইটা আর GP case হিসাবে চিকিৎসা দেওয়া যাবেনা,
Specialist এর কাছে Refer করে দিবেন-
[[NICE guidelines ]]
Note:
Patient কে একটু আশ্বস্ত রাখার জন্য আপনি Trade name change করে দিতে পারেন.
Dermasol (এইটা potent steroid Clobetasol propionate)
বাজারে Dermasol, clovesol, topiclo ইত্যাদি নামে পাওয়া যায়,
Dyvon, এইটা ভিটামিন D analogue. (calcipotriol)
বাজারে Dyvon, planex, Dyvonex নামে পাওয়া যায়।
Special Note: কিছু রিসার্চে দেখা গিয়েছে, oral vitamine D supplementary 2-6 month নিলে সোরিয়াসিস কন্ট্রোলে চলে আসে...
তাই উপরের চিকিৎসার সাথে
Cap- D-Rise (20000 unit)
প্রতি সপ্তাহে একটা করে ৬ মাস।
Edited By : MOHAMMAD NAHID HASSAN.
Share this blog to social media:
Tags:
Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]