
Vitamin D Level কতোর নিচে গেলে চিকিৎসা শুরু করতে হবে !!
Mediverse Blog
Catagories:
,
6/28/2024 | 2:31:48 PM
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1)
- ভিটামিন -D এর Optimum level হচ্ছে 75 ng/ml
- 50-75 হচ্ছে Sufficient,
- 30-50 ng/ml হচ্ছে Normal,

30 এর নিচে গেলে চুল ঝরে পড়তে পারে, osteomalacia হতে পারে, শারীরিক দূর্বলতা দেখা দিতে পারে,
তাই যাদের 50 এর উপরে আছে, তাদের কোনো Supplement দরকার নাই, যাদের 30-50 এ আছে, ভিটামিন ডি Deficiency এর কোনো উপসর্গ নাই, তাদের ও Supplement এর দরকার নাই,
30-50 যদিও Normal, তবে কারো এই লেভেলে থাকার পরেও যদি ভিটামিন ডি Deficiency এর উপসর্গ থাকে, যেমন Bones pain, fatigue ইত্যাদি, কিংবা কারো যদি Adequate sun exposure না থাকে, কিংবা Dietary Source থেকে পর্যাপ্ত ভিটামিন ডি না পেয়ে থাকে, তাহলে Normal লেভেল থাকার পরেও Supplementary হিসাবে দৈনিক ৪০০-৬০০ IU ভিটামিন ডি নিবে, যাতে করে Deficiency না হয়।
আর level যদি 30 ng/ml এর নিছে চলে যায়, তাহলে চিকিৎসা শুরু করতে হবে।
20 ng/ml এর নিছে গেলে Severe deficiency হিসাবে চিকিৎসা দিবে, (কোথাও 10 ng/ml এর নীচে গেলে severe এর কথা বলা আছে)

Vitamin D Deficiency হলে প্রথমে ৮-১২ সপ্তাহের জন্য প্রতি সপ্তাহে ৪০ হাজার unit করে নিবে, এর পরে প্রতিদিন ১০০০ unit করে ৬ মাস নিবে, যখন সব ঠিক হয়ে যাবে৷ তখন Deficiency prevent করার জন্য
মাসে একদিন 20000- 40000 unit এর একটা Capsule নিবে। অর্থাৎ আগে যেটা সপ্তাহে একটা নিতো, Deficiency কারেকশন হলে তা মাসে একটা করে নিবে। আর অবশ্যই ক্যালসিয়াম Supplementary ও নিতে হবে।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]