
Cut injury নিয়ে Emergency তে আসলো কোন Antibiotic লিখবেন?
Mediverse Blog
Catagories:
,
8/13/2024 | 6:52:25 PM
একটা পেশেন্ট Emergency তে আসলো RTA নিয়ে., তাকে stitch দিয়ে cefixime (Cef-3) ৭ দিনের জন্য দিলেন- সাথে fluclox দিলেন— এইটা সঠিক না, কোনো Skin infection এ cefixime দেওয়ার কোনো নিয়ম নাই
Cefixime একটা 3rd Generation cephalosporin, যা মূলত গ্রাম নেগেটিভ organism এর বিরুদ্ধে কার্যকর
Skin infection হয় সাধারণত গ্রাম পজিটিভ organism দিয়ে, তাই এমন এন্টিবায়োটিক দিবে, যার গ্রাম পজিটিভ coverage সবচেয়ে বেশি
আমরা যদি দেখি,
Flucloxacillin (পেনিসিলিন শ্রেণির) একটা Drug, যাকে Anti-staphylococcal penicillin বলা হয়,
এইটা গ্রাম পজিটিভ এর বিরুদ্ধে খুবই কার্যকর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এমন কার্যকর অন্য ড্রাগ হচ্ছে
1st Generation cephalosporin
তাই Skin infection এর পেশেন্ট কে আপনি Flucloxacillin দিবেন, অথবা 1st Generation cephalosporin দিবেন,
সাধারণত Flucloxacillin দেওয়া হয়
Flucloxacillin ৬ ঘন্টা পরপর দৈনিক ৪ বার দেওয়া লাগে,
আবার 1st Generation cephalosporin এর মধ্যে Cephradine, Cephalexin ইত্যাদির ডোজ ও দৈনিক ৪ বার,
তবে Cefadroxil এর ডোজ দৈনিক ২ বার,
Senario :
একটা পেশেন্ট Cut injury নিয়ে Emergency তে আসলো, আপনি ভালোভাবে stitch দিয়ে এন্টিবায়োটিক লিখবেন,
কোন এন্টিবায়োটিক লিখবেন?
- সাধারণত Fluclox 500 mg
- 1+1+1+1 (7 days)

But patient বললো, সে দৈনিক ৪ বার ঔষধ খেতে পারবেনা, কিংবা পেশেন্ট রোজা রাখতেছে,
তাহলে Fluclox ২ বার দিবেন?
নাকি Fluclox এর মত গ্রাম পজিটিভ এর বিরুদ্ধে কার্যকর কোনো ঔষধ দিবেন?
হা, অবশ্যই Fluclox এর alternative একটা দিবে,
সেটা হচ্ছে 1st Generation cephalosporin – Cefadroxil
- Cap- Arocef 500 mg
- 1+0+1 (7 days)

- এইটা দিনে ২ বার দিলে যে কাজ,
- Fluclox ৪ বার দিলেও একই কাজ,
- Fluclox ৪ টা = ৪০ টাকা
- Arocef ২ টা = ৩৬ টাকা
তার মানে দাম প্রায় কাছাকাছি।
Edited By : Nahid Hassan.
Share this blog to social media:
Tags:
Suggested post

বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন !!
Mediverse Blog
Writer : Dr Ismail AzhariMBBS, MRCP (London, UK)P-1Founder – CCR Academy বন্যার পানিতে এখন স্কিনের সবচেয়ে Common যে সমস্যাটা সবাই সম্মুখীন হবেন-তা হচ্ছে পায়ে চুলকানি, শরীরে চুলকানি -অনেকের চুলকাতে চুলকাতে চামড়া উঠে যেতে পারে- অনেকের শুধু চুলকানি + লাল Rash থাকবে- এইগুলিকে এক কথায় Contact dermatitis বলা হয়- বিভিন্ন irritant materials পানিতে মিশে তা শরীরের […]

Investigations Of Rheumatoid arthritis !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Rheumatoid arthritis পেশেন্ট সাধারণত হাতের আংগুল এর জয়েন্ট ব্যাথা নিয়ে আসবে, বলবে সকালে ঘুম থেকে উঠলে হাত খুলতে পারেনা, আধা ঘন্টা এক ঘন্টা পরে ঠিক হয়, Distal Inter phalngeal joint কখনোই আক্রান্ত হবেনা। আপনি সব গুলি জয়েন্ট দেখবেন হাতের, যদি দেখেন ১০ টা জয়েন এ […]

Concept Regarding- Moxaclav !!
Mediverse Blog
Writer : Mufti Dr. Ismail Azhari ( MBBS, MRCP P-1) Amoxicillin + Clavulanic acid এর Combination – Moxaclav. ঃ Extended spectrum penicillin গ্রাম পজিটিভ এন্ড গ্রাম নেগেটিভ Coverage দেয়। শুধু Amoxicillin, Fimoxil নামে পাওয়া যায়, (Clavulanic Acid ছাড়া) কেবল গ্রাম পজিটিভ organism দিয়ে Infection suspect করলে শুধু Fimoxil দিলে হবে, Clavulanic Acid লাগবেনা… কারণ Clavulanic […]